ইনসাইড বাংলাদেশ

হিন্দী চ্যানেল দেখতে চান খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/11/2019


Thumbnail

কারাবন্দী বেগম খালেদা জিয়া বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আজ খুবই উত্তেজিত ছিলেন। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের উত্তেজনার কারণ অবশ্য তার অসুখ বা খাবার বিষয় নিয়ে নয়। বরং টেলিভিশনে ভারতীয় চ্যানেলের সংযোগ না পাওয়ায় তিনি উত্তেজিত ছিলেন।

বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে যে, বেগম খালেদা জিয়া যে কেবিন কক্ষে থাকে সেখানে একটি রঙিন টেলিভিশন রয়েছে। এই টেলিভিশনে বাংলাদেশি বিভিন্ন চ্যানেলের পাশাপাশি হিন্দী চ্যানেলও ছিল। কিন্তু সম্প্রতি জেল কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী সেই হিন্দী চ্যানেলগুলো বন্ধ করে দেওয়া হয়। শুধুমাত্র বিটিভির সংযোগ রাখা হয়।

বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেন, জেল কোড অনুযায়ী একজন বন্দি শুধুমাত্র বাংলাদেশ টেলিভিশন দেখতে পারেন, বেসরকারী চ্যানেল নয়। কিন্তু জানা গেছে যে, বঙ্গবন্ধু মেডিকেলে কারও কারও অতিআগ্রহের কারণে বিদেশি চ্যানেলগুলো দেখার অনুমতি দেওয়া হয়েছিল। তিনি স্টার প্লাস, সনি এবং কালারস- এই তিনটি চ্যানেলের নিয়মিত দর্শক ছিলেন। গভীর রাত পর্যন্ত এই চ্যানেলগুলোতে তিনি সিরিয়াল দেখতেন। এটি জেল কর্তৃপক্ষর নজড়ে আসার পরপরই কারাবিধি অনুযায়ী জেল কর্তৃপক্ষ নির্দেশ দেয় যে একজন দন্ডিত আসামী বা কারান্তরীণ ব্যক্তি শুধুমাত্র রাষ্ট্রীয় টেলিভিশন দেখতে পারবেন। এই প্রেক্ষিতেই সম্প্রতি তার টেলিভিশন থেকে অন্যান্য লাইন বন্ধ করে দেওয়া হয়। এতে তিনি ক্ষুব্ধ হয়ে উঠেছেন। অত্যন্ত উত্তেজিতভাবে চিকিৎসক নার্সদের সঙ্গে চিৎকার চেচামেচি করেছেন খালেদা জিয়া। তাদেরকে গালাগালিও করেছেন।

একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেছেন যে, বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তিনি মৃত্যুপথযাত্রী। অথচ তিনি যেভাবে উত্তেজিত হলেন সেটা বিস্ময়কর। কোন অসুস্থ ব্যক্তির পক্ষে এই উত্তেজনা সম্ভব নয়।

তবে মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, তিনি যে কেবিনে আছেন সেটা আসলে একটা সাবজেলেরই অংশ। এখানে জেল কর্তৃপক্ষর নির্দেশের বাইরে তাদের কিছু করণীয় নেই। কাজেই এখানে বেগম খালেদা জিয়া এখানে কি কি সুযোগ সুবিধা পাবেন না পাবেন ইত্যাদি সম্পূর্ণই জেল কর্তৃপক্ষর এখতিয়ারাধীন বিষয়।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭