ইনসাইড বাংলাদেশ

শেখ মারুফকে মাসে ২০ লাখ টাকা দিতেন সেলিম প্রধান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/11/2019


Thumbnail

অনলাইন ক্যাসিনো বাণিজ্যের অভিযোগে আটক সেলিম প্রধানকে ৫দিন জিজ্ঞাসাবাদ করেছে আইনশৃঙ্খলাবাহিনী। এই জিজ্ঞাসাবাদে সেলিম প্রধান স্বীকার করেছেন যে, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ মারুফ তার বিজনেস পার্টনার ছিলেন। প্রতি মাসে ২০ লক্ষ করে টাকা শেখ মারুফকে দেওয়া হত। শেখ মারুফের মাধ্যমেই সেলিম সরকারের ওপর মহলে যোগাযোগ করতেন। সরকারের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে তাকে যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য সেলিম প্রধান শেখ মারুফকে ব্যবহার করতেন।

সেলিম প্রধান স্বীকার করেছেন, শেখ মারুফ তার একাধিক বিজনেসের পার্টনার। এর প্রধান কারণ ছিল সরকারের বিভিন্ন মহল থেকে তার এই অনলাইন ক্যাসিনোসহ অবৈধ ব্যবসায় যেন কোন বাধা প্রধান না করা হয়।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে, ৫ দিনের রিমান্ড শেষে সেলিম প্রধানকে আজ কারাগারে পাঠানো হয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭