ইনসাইড গ্রাউন্ড

বাংলাদেশ-পাকিস্তান ফাইনাল দেখা যাবে টিভিতে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/11/2019


Thumbnail

ইমার্জিং টিমস এশিয়া কাপের ফাইনালে শনিবার (২৩ নভেম্বর) মিরপুরে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। যা টিভিতে সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক।

ইমার্জিং এশিয়া কাপের কোন ম্যাচই টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়নি। তবে হঠাৎই ফাইনাল ম্যাচ সরাসরি সম্প্রচারের উদ্যোগ নেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। জানা গেছে ম্যাচটি সরাসরি দেখানোর জন্য ইতিমধ্যেই মিরপুরে সরঞ্জামাদি নিয়ে এসে কাজ শুরু করে দিয়েছে স্টার স্পোর্টস।

ইমার্জিং এশিয়া কাপের চতুর্থ আসরে এসে প্রথমবারের মতো ফাইনালে ওঠার রেকর্ড করেছে বাংলাদেশ। যদিও ইমার্জিং দলে রয়েছে জাতীয় দলে খেলা অনেক ক্রিকেটার। তবুও, এর আগে এই টুর্নামেন্টে বাংলাদেশের সর্বোচ্চ অর্জন ছিল সেমিফাইনাল।

উল্লেখ্য, প্রথম সেমিফাইনালে ভারতকে পাকিস্তান এবং দ্বিতীয় সেমিফাইনালে আফগানিস্তানকে বাংলাদেশ হারায়। উভয় দলই অপরাজিত এই টুর্নামেন্টে। বাংলাদেশের হয়ে গোটা টুর্নামেন্ট জুড়েই দুর্দান্ত পারফরমেন্স করছেন সৌম্য সরকার।

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭