ইনসাইড হেলথ

Labaid ডাক্তার খানা; ক্যান্সার চিকিৎসা হয় স্বল্প খরচেও

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/11/2019


Thumbnail

‘ক্যান্সার চিকিৎসার মূল স্তম্ভ ৩ টি। সার্জারি বা শৈল্য চিকিৎসা, কেমোথেরাপি বা ওষুধ দিয়ে চিকিৎসা, রেডিও থেরাপি বা বিকিরণ চিকিৎসা।’

ক্যান্সার চিকিৎসা নিয়ে কথাগুলো বলেন অধ্যাপক ডা. মোহাম্মদ মোয়াররাফ হোসেন। পরিচালক জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল।  তিনি উপস্থিত হয়েছিলেন বাংলা ইনসাইডারের সাপ্তাহিক আয়োজন ‘ডাক্তার খানা’র আজকের পর্বে।

তিনি বলেন, ‘মানুষ প্রথমেই ভয় পায় অনেক টাকা চলে যাবে ক্যান্সার চিকিৎসার জন্য। কিন্তু সরকারীভাবে বিশেষ করে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হসপিটালে আমাদের শৈল্য চিকিৎসার খরচ একেবারেই নামমাত্র মূল্যে। যেই খরচটা বাইরে প্রায় ২০ গুন লাগে সেখানে খুব সামান্য খরচে এখানে ক্যান্সার চিকিৎসা করা যায়। তারপর আসে আমাদের কেমোথেরাপি। কেমোথেরাপিতে যদি এক একটা ওষুধের জন্য ছয় সাইকেল ওষুধ লাগে সেখানে দেখা যায় আমরা ৮০ শতাংশ জাতীয় ক্যান্সার হসপিটাল ফ্রি দিচ্ছি।’

তিনি জানান, ‘ছয় সাইকেল কেমোথেরাপীতে অন্তত ৭০ থেকে ৭৫ হাজার টাকার ওষুধ তারা ফ্রি পাচ্ছে। মানুষের নাগালের মধ্যে তাই এ চিকিৎসা চলে আসছে।’  

রেডিথেরাপী বা বিকিরণ চিকিৎসা এখানে নামমাত্র মূল্যে অথবা বিনা পয়সায় পাওয়া যায়। তিনি উল্লেখ করেন, ‘বিশেষ করে ৭ হাজার টাকায় রেডিওথেরাপী চিকিৎসা মেলে। আধুনিক রেডিওথেরাপীর চিকিৎসা পাওয়া যায় ১৪ হাজার ৫০০ টাকায় যেটা সরকারকে রেভিনিউ দিচ্ছে। যেটা বাইরে করলে কোন কোন ক্ষেত্রে ২০ গুনেরও বেশি যা সাধারণ মানুষের নাগালের বাইরে।’

আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার নির্দেশে এবং আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তার প্রচেষ্টায় আজকে এই ক্যান্সার চিকিৎসা মানুষের নাগালের মধ্যে চলে এসেছে জাতীয় ক্যান্সার হসপিটালে।

বিস্তারিত জানতে দেখুন ভিডিওটি:



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭