ইনসাইড ইকোনমি

দরবৃদ্ধির শীর্ষে বস্ত্রখাত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26/11/2019


Thumbnail

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরবৃদ্ধির তালিকায় আধিপত্য ধরে রেখেছে বস্ত্রখাতের কোম্পানিগুলো। সোমবারের লেনদেন শেষে দরবৃদ্ধির তালিকায় শীর্ষ দশে থাকা কোম্পানিগুলোর মধ্যে ৭টিই বস্ত্র খাতের।

দরবৃদ্ধির শীর্ষে অবস্থান করছে সায়হাম টেক্সটাইল। কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ১০ পয়সা বা ৯.৯৭ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৩৪ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। সোমবার কোম্পানিটি ১০৭ বারে ৫১ হাজার ২৩৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৭ লাখ টাকা।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড। কোম্পানিটির দর বেড়েছে ৪ টাকা বা ৯.৮০ শতাংশ। সোমবার কোম্পানিটি সর্বশেষ ৪৪ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি এক হাজার ১৩০ বারে ৬ লাখ ৫৫ হাজার ৪২৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৯১ লাখ টাকা।

দরবৃদ্ধির তালিকার চতুর্থ স্থানে থাকা তসরিফা ইন্ডাস্ট্রিজের ১ টাকা বা ৯.৪৩ শতাংশ দর বেড়েছে। দরবৃদ্ধির তালিকায় শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- মিরাকল ইন্ডাস্ট্রিজ, ইয়াকিন পলিমার, রিজেন্ট টেক্সটাইল, মেট্রো স্পিনিং, এসিআই, আমান ফিড ও হামিদ ফেব্রিক্স লিমিটেড।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭