সোশ্যাল থট

বিশ্বজুড়ে ফেসবুক ‘ডাউন’, বিপাকে ব্যবহারকারীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 28/11/2019


Thumbnail

ফেসবুকে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় ২৮ নভেম্বর, বৃহস্পতিবার রাত ৮টার পর থেকে বিশ্বজুড়ে বেশ কিছু দেশে ফেসবুক ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন ইউজাররা।

জানা গেছে, ওয়েবসাইট ডাউন ডিটেক্টরে ফেসবুকে করিগরি ত্রুটি ধরা পড়েছে। তবে সমস্যার কথা এখনও স্বীকার করেনি ফেসবুক কতৃপক্ষ।

ব্যবহারকারীরা বলছেন, রাত ৮টার পর থেকে ফেসবুকে নিউজফিড পুরোপুরিভাবে দেখা যাচ্ছে না। মেসেঞ্জার কাজ করলেও বার্তা আদান-প্রদানে সমস্যা হচ্ছে। অনেক ব্যবহারকারী সঠিক ইউজার ও পাসওয়ার্ড দিয়েও ফেসবুকে প্রবেশ করতে পারছেন না বলে জানিয়েছেন।  এ সময় কোন কিছু শেয়ার দেওয়া যাচ্ছে না। 

তারা বলছেন, ফেসবুকে প্রবেশ করার সময় সঠিক ইউজার ও পাসওয়ার্ড দিলেও ফেসবুকে প্রবেশ করা যাচ্ছে না। ওয়েবসাইট ডাউন ডিটেক্টর সূত্রে জানা যায়, রাত ৮টার পর থেকে থেকে বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয় এ সমস্যা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭