ওয়ার্ল্ড ইনসাইড

লন্ডন ব্রিজে হামলাকারী কে এই উসমান খান?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 30/11/2019


Thumbnail

শুক্রবার যুক্তরাজ্যের লন্ডন ব্রিজে একাধিক ব্যক্তিকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। স্থানীয় সময় দুপুর ২টায় এই ঘটনায় হামলাকারীসহ তিন ব্যক্তি নিহত হয়েছেন। নিহত তিন ব্যক্তির মধ্যে দুজন ছুরিকাঘাতে আর হামলাকারী ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হয়।

ঐ ঘটনায় আর তিন ব্যক্তি আহত হয়েছেন। এদিকে হামলায় জড়িত ব্যক্তির নাম প্রকাশ প্রকাশ করার পাশাপাশি ঘাতককে সন্ত্রসী বলেও উল্লেখ করেছে লন্ডন পুলিশ।

ব্রিটিশ পুলিশ জানিয়েছে, লন্ডন ব্রিজ আক্রমণকারী নাম উসমান খান। তিনি এর আগে লন্ডন শহরের স্টক এক্সচেঞ্জে বোমা ফেলার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন।

পুলিশ বলছে, উসমান খানের বয়স ২৮ বছর। শুক্রবার সশস্ত্র পুলিশের গুলিতে নিহত হওয়ার আগে ছুরিকাঘাতে হামলা চালিয়ে দু`জনকে হত্যা ও তিনজনকে আহত করেন তিনি।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত ডিসেম্বরে লাইসেন্সে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর থেকে তিনি স্টাফর্ডে থাকতেন।

জানা গেছে, ২০১২ সালে উসমান খানকে সর্বনিম্ন আট বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। ‘জন সুরক্ষা’ আইনে তাকে জেলে আটকে রাখা হয়েছিল।

তবে, ২০১৩ সালে আপিল কোর্ট এই সাজা বাতিল করে। এর পরিবর্তে ১৬ বছরের নির্ধারিত মেয়াদে তাকে প্রায় অর্ধেক মেয়াদে জেল খাটতে হয়েছে।

উসমান খান জঙ্গি সংগঠন আল-কায়েদার নীতি দ্বারা অনুপ্রাণীত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

বাংলা ইনসাইডার/এসএস



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭