ইনসাইড গ্রাউন্ড

আত্মবিশ্বাসী বাংলাদেশের অহংকার ভাঙল ভুটান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 02/12/2019


Thumbnail

সাউথ এশিয়ান গেমসে ফুটবল খেলছে না ভারত-পাকিস্তান। অর্থাৎ এই টুর্নামেন্টে র‍্যাংকিংয়ের বিচারে অন্তত সবথেকে এগিয়ে বাংলাদেশ। তবে প্রথম ম্যাচেই বাংলাদেশকে পরাজয়ের স্বাদ দিল অপেক্ষাকৃত দূর্বল ভুটান। আজ এসএ গেমসে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ।

নেপালে রওনার পূর্বে আত্মবিশ্বাসী ছিল অধিনায়ক জামাল ভূঁইয়া। শেষ মুহুর্তেও জানতেন না এবারের আসরে খেলছে না শক্তিশালী ভারত। ভারত না থাকায় প্রচন্ড আত্মবিশ্বাসী বাংলাদেশের অহংকার ভাঙল ভূটান। আজ নিজেদের প্রথম ম্যাচে ছন্নছাড়া ফুটবল খেলেছে জামালরা।

বাজে ফুটবল খেলেও প্রথমার্ধে গোলশূন্য সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল। বাংলাদেশের আসল সর্বনাশ ডেকে এনেছেন সেই চেনচো গেইলশেন। ৬৪ মিনিটে তার গোলেই নির্ধারণ হয়েছে ম্যাচের ভাগ্য। এসএ গেমসে খেলছে দুই দেশের অলিম্পিক ফুটবল দল। প্রথম ম্যাচ হেরে স্বর্ণ জয়ের আশাটা এখন শঙ্কার মুখে। কাল মালদ্বীপের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে জামালরা।

বাংলাদেশ একাদশ

আনিসুর রহমান, বিশ্বনাথ ঘোষ, ইয়াসিন খান, রিয়াদুল হাসান, রহমত মিয়া, জামাল ভূঁইয়া, বিপলু আহমেদ, সাদ উদ্দিন, রবিউল হাসান, বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, নাবিব নেওয়াজ জীবন।

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭