ইনসাইড বাংলাদেশ

৫ হাজার টাকা জরিমানা গুনলেন মোটরবাইক চালক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 02/12/2019


Thumbnail

নতুন সড়ক আইন ২০১৮ এর নীতিমালা অনুসারে মামলা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ড্রাইভিং লাইসেন্স না-থাকায় নতুন আইন অনুসারে আজ ৫ হাজার টাকা জরিমানা গুনেছেন এক মোটরবাইক চালক।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে ড্রাইভিং লাইসেন্স না-থাকায় ৫ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে নদী রক্ষা কমিশনের শাহাদাত সরকার নামে এক কর্মকর্তাকে। তাকে জরিমানা করেন গুলশান ট্রাফিক জোনের মহাখালী এলাকায় মোহাম্মদ মেহেদী হাসান নামে একজন ট্রাফিক সার্জেন্ট।

শাহাদাতের কাছে ড্রাইভিং লাইসেন্সই ছাড়াও নদী রক্ষা কমিশনের দপ্তর-কর্তৃক প্রদত্ত ওই মোটরসাইকেলটির কাগজপত্রও মেয়াদোত্তীর্ণ ছিল। তবে মেয়াদোত্তীর্ণ কাগজের জন্য আলাদা জরিমানা করেননি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট মেহেদী।

এ সময় কবে থেকে নতুন সড়ক আইন কার্যকর হলো তা নিয়ে কিছুটা ধোঁয়াশার সৃষ্টি হয়। বিষয়টি পরিস্কার করেন মহানগর পুলিশের ট্রাফিক (উত্তর) বিভাগের যুগ্ম কমিশনার মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, আমরা আগে থেকেই নতুন সড়ক আইনের প্রয়োগ আগে থেকেই শুরু করেছি। তবে ১ ডিসেম্বর থেকে আমার জরিমানা করা শুরু করেছি।

বাংলা ইনসাইডার/এসএস



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭