ইনসাইড গ্রাউন্ড

সংশয় কাটিয়ে বিপিএল মাতাবেন গেইল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 02/12/2019


Thumbnail

সংশয় কাটিয়ে এবারের বঙ্গবন্ধু বিপিএল খেলবেন দ্যা ইউনিভার্স বস খ্যাত ক্যারিবীয় তারকা ক্রিস গেইল। তবে ইনজুরি থাকায় টুর্নামেন্টের প্রথম দিকে পাওয়া না গেলেও শেষভাগে অংশ নিবেন এই ব্যাটিং দানব। আজ বিষয়টি নিশ্চিত করেছে গেইলকে ড্রাফট থেকে দলে ভেড়ান দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ব্যবস্থাপনা পরিচালক কে.এম. রিফাতুজ্জামান বলেন, ‘গেইলের বিপিএল খেলা নিয়ে কোনো সংশয় নেই। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর বিশেষ এ বিপিএল মাতাবেন ক্যারিবিয়ান ব্যাটিং কিংবদন্তি ক্রিস গেইল। তার হ্যামস্ট্রিংয়ে হাল্কা চোট আছে।’

তিনি আরো বলেন, ‘পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরতে কিছুটা সময় লাগবে। তবে, বিপিএল খেলার ব্যাপারে তার কখনও আপত্তি ছিলো না। আমরা হয়তো পুরো বিপিএলে গেইলকে পাব না। কিন্তু, পরের দিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে মাঠ মাতাবেন এ ব্যাটিং জিনিয়াস।’

এদিকে গেইলের এজেন্টের দেয়া তথ্য মতে চট্টগ্রামের হয়ে খেলার জন্য রাজি হলেও পারিশ্রমিক বাড়ানোর দাবি জানিয়েছেন ৪০ বছর বয়সী এই ক্রিকেটার। গেইলের প্রস্তাবে রাজি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সব ঝামেলা মেটার পরই গেইলের দলে অন্তর্ভুক্তি করার বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭