ইনসাইড পলিটিক্স

শাজাহান খানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে নাছিম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 03/12/2019


Thumbnail

শাজাহান খানের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম। আগামী ২০-২১ ডিসেম্বর আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে। এই কাউন্সিল অধিবেশনে নেতৃত্বের লড়াই জমে উঠেছে। যদিও শেষ পর্যন্ত সবগুলো পদই চূড়ান্ত করবেন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু তারপরেও দলে প্রভাব বিস্তারের জন্য বিভিন্ন স্তরের নেতাদের মধ্যেই লড়াই এবং প্রতিযোগিতা চলছে। তবে সবচেয়ে বড় প্রতিযোগিতা চলছে মাদারীপুরের দুই প্রভাবশালী নেতা শাজাহান খান এবং বাহাউদ্দিন নাছিমের মধ্যে।

শাজাহান খান সরকারের গত মেয়াদে মন্ত্রী ছিলেন। কিন্তু আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদে তিনি মন্ত্রিত্ব পাননি। অন্যদিকে বাহাউদ্দিন নাছিম দলের সাংগঠনিক সম্পাদক হলেও এবার দলের মনোনয়ন পাননি। কিন্তু মনোনয়ন না পেলেও দলের মধ্যে তার প্রভাব অনেক বেশি। এবার কাউন্সিলের মাধ্যমে তিনি শাজাহান খানকে সমূলে উৎপাটন করতে চাইছেন। শাজাহান খানের সাথে তার বিরোধ অবশ্য গোপন নয়। দলের সভায় তিনি প্রকাশ্যেই শাজাহান খানকে দানব হিসেবে চিহ্নিত করেছিলেন। সাম্প্রতিক সময়ে পরিবহন শ্রমিক-মালিকদের যে চাপসৃষ্টির ধর্মঘট সেখানে শাজাহান খানের ভূমিকা ছিল। এটাকে পুঁজি করেই বাহাউদ্দিন নাছিম চাইছেন যে আগামী কাউন্সিলে শাজাহান খান যেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি বা জেলা কমিটি কোথাও না থাকেন। তাকে সমূলে উৎপাটন করাই বাহাউদ্দিন নাছিমের প্রধান লক্ষ্য।

অন্যদিকে শাজাহান খানও বসে নেই। পরিবহন ও গার্মেন্টস শ্রমিকদেরকে পুঁজি করে ক্ষমতাসীন বলয়ে তিনি একটি শক্তির ভারসাম্য তৈরি করেছেন। ক্ষমতাসীনদের অনেকেই তাকে সমীহ করেন। অনেকেই মনে করেন যে, বাহাউদ্দিন নাছিমের মনোনয়ন না পাওয়ার পেছনে শাজাহান খানের একটা ভূমিকা ছিল। এখন বাহাউদ্দিন নাছিমকে কেন্দ্রীয় কমিটিতে কোণঠাসা করার জন্য শাজাহান খান কাজ করছেন। এই দুই নেতার লড়াইয়ে কে জয়ী হবেন তা বুঝতে গেলে আগামী ২০-২১ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭