লিভিং ইনসাইড

ঈদে থাকুন স্ট্রেস ফ্রি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/06/2017


Thumbnail

ঈদের জন্য নিজেকে প্রস্তুত করতে অনেকেই ছুটছেন পার্লারে। হাত, পা, মুখ, চুল একে একে সবই পরিচর্যা করছেন। তবে এসবই হচ্ছে বাহ্যিক বিষয়। রমজানে খাবার ও ঘুমের সঙ্গে আমাদের দৈনন্দিন জীবনে যে পরিবর্তন আসে তার প্রভাব আমাদের শরীরের ওপরেও পরে। তার ওপর ইফতারির রান্না, শপিং এর ছোটাছোটি তো আছেই। এজন্য শুধু বাহির থেকে নয় নিজেকে প্রস্তুত করতে হবে ভেতর থেকে।

নিজেকে ভেতর থেকে প্রস্তুত করতে দূর করতে হবে নিজের স্ট্রেস। এজন্য পার্লারের সাধারণ ফেসিয়াল যথেষ্ট নয়। এ ব্যপারে ক্লিওপেট্রা বিউটি স্যালুন এবং হারমনি স্পার স্বত্বাধিকারী রূপ বিশেষজ্ঞ রাহিমা সুলতানা রিতা বলেন, “স্ট্রেস দূর করার মাধ্যমে আমরা আমাদের মনকে শান্ত করতে পারি, দূর করতে পারি শরীরের টক্সিনগুলোকে। এতে করে নিজের মাঝে যে ইতিবাচক মনোভাব কাজ করবে তা আমাদের প্রাণবন্ত থাকতে সাহায্য করবে। আর জানেনই তো প্রাণবন্ততা বাহ্যিক সৌন্দর্যকেও বাড়িয়ে তোলে”।



ঈদে খুব কম সময়ে স্ট্রেস দূর করতে রিতা ‘দিপ্তাম অভয়ঙ্গম’ ও ‘জাভানিজ বডি লুলুর’ স্পাকে সাজেস্ট করছেন।

‘দিপ্তাম অভয়ঙ্গম’ এ বডি ওয়েল মাসাজ, হেয়ার ওয়েল মাসাজ, বডি মাস্কিন, হট স্টোন, স্টিম, ফেস মাস্কিংসহ আরো অনেক সেবা থাকছে। এই স্পা ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে, বার্ধক্য প্রতিরোধ করতে, পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে এবং স্ট্রেস দূর করতে সাহায্য করবে।



‘জাভানিজ বডি লুলুর’ তে পাচ্ছেন অ্যারোমা বডি মাসাজ, বডি মাস্কিন, ইয়োগার্ট স্প্লাশ, ফ্লাওয়ার বাথ। যা স্ট্রেস কমানোর সঙ্গে শরীরের টিস্যুকে পুনঃজীবিত করবে, ব্রণের দাগ কমাবে, উজ্জ্বলতা বাড়াবে, ত্বক কোমল করবে এবং মাংসপেশীর ব্যথা কমাবে।

সাধারণ ফেসিয়ালের চেয়ে স্পা কেন ভালো প্রশ্নের উত্তরে রিতা বলেন, “স্পাতে প্রাকৃতিক উপাদান ব্যবহার করে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাসাজ করা হয়। ফলে শরীরের আকু পয়েন্টে প্রেসারের মাধ্যমে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখা সম্ভব হয়। যা ক্লান্তি ও অবসাদ দূর করবে ও কর্মক্ষমতা বাড়াবে।



শুধু স্পা নয় সৌন্দর্য্য চর্চার অন্য যে কোন সেবা নিতে চলে যেতে পারেন ধানমন্ডির ক্লিওপেট্রা বিউটি স্যালুন এবং হারমনি স্পাতে। ঈদ ব্যাপী নানা অফার চলছে। তার সঙ্গে রূপ বিশেষজ্ঞ রিতার পরামর্শতো থাকছেই।

বাংলা ইনসাইডার/এমএ/টিআর




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭