ইনসাইড গ্রাউন্ড

হুইলচেয়ার ক্রিকেটারদের জন্য অনন্য উদ্যোগ বিসিবির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 03/12/2019


Thumbnail

লাল-সবুজের প্রতিনিধিত্ব করা হুইলচেয়ার ক্রিকেটাররা উন্নতির গ্রাফটা উর্ধ্বমুখী রাখলেও বঞ্চিত নূন্যতম সুযোগ-সুবিধা থেকে। সাধারণ মানের হুইলচেয়ার দিয়ে এতদিন পর্যন্ত ক্রিকেট খেলে আসলেও আজ মিটেছে আক্ষেপ। বিসিবি সভাপতি নিজে উপস্থিত থেকে আজ বিকেলে স্পোর্টস গ্রেডের হুইলচেয়ার বুঝিয়ে দেন দলের অধিনায়ক মোহাম্মদ মহসিনকে।

এর আগে বাংলাদেশের হুইল চেয়ার দল সাধারন হুইল চেয়ার দিয়েই ২২ গজে খেলেছে ফলে অন্যান্য দেশগুলোর চাইতে দ্রুত রান নেওয়া ও ফিল্ডিং নেওয়াতে খুব অসুবিধা হত। স্পোর্টস গ্রেডের চেয়ার পেয়ে বেশ আনন্দিত দলের অধিনায়ক, বিসিবি সভাপতিও বলছেন হুইল চেয়ার দলের চাহিদামতই তারা চেষ্টা করেছেন স্পোর্টস গ্রেড চেয়ার প্রদানের।

এ প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, ‘এদের একটা জিনিসের অভাব ছিল যে হুইল চেয়ারটা স্পোর্টস গ্রেডের নয়, অন্যরা যেগুলো দিয়ে খেলে ওগুলো একটু ভিন্ন ধরনের হয়। সেজন্য তাদের একটা চাহিদা ছিল যে এরকম যদি পাওয়া যায়, সিআরআই থেকে বেসিক্যালি প্রথমে আমাদেরকে জানায় এ ব্যাপারে কোন সাহায্য করা যায় কিনা।’

পরে আমরা এ নিয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ করি তারা বলেছে এগুলো বানায় না। নির্দিষ্ট কারও চাহিদা অনুযায়ী বানানো হয়, কিন্তু আমাদের তো এত বেশি সংখ্যক প্রয়োজন নাই তাই ওই পথে আর যাইনি। বিকল্প হিসেবে উনারাই (ডিসেবল দল) এটা পছন্দ করে দেয়, এগুলো দিয়েও অনেকটা একই রকম কাজ করবে। আর তাদের চাহিদা অনুযায়ীই ২১ টি স্পোর্টস গ্রেডের হুইল চেয়ার আমরা আজকে ওদের দিচ্ছি।’

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭