ইনসাইড গ্রাউন্ড

২৫০ টাকায় এসেছে তিন স্বর্ণ!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/12/2019


Thumbnail

সাউথ এশিয়ান গেমসে এখন পর্যন্ত বাংলাদেশ সবথেকে সফল হয়েছে কারাতেতে। গেমসের প্রথম দুইদিনে ৩টা স্বর্ণ, ২টা রৌপ্য ও ১০টা ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। এখন পর্যন্ত যা চলমান এসএ গেমসে নির্দিষ্ট কোনো ডিসিপ্লিনে বাংলাদেশের সেরা সাফল্য। তবে এই সাফল্যের পেছনে বাংলাদেশের দৈনিক খরচ মাত্র ২৫০ টাকা!  

মারজানা আক্তার প্রিয়া, আল আমিন কিংবা হুমায়রা আক্তার অন্তরা। যাদের হাত ধরে বাংলাদেশ পেয়েছে ৩ স্বর্ণ। তাদের কোচ সম্মানি হিসেবে পান ২৫০ টাকা। বাংলাদেশ জাতীয় কারাতে দলের প্রধান উপদেষ্টা কোচ জাপানি তেসুরো কিতামুরা। তিনি গেল ৩৩ বছর ধরে বাংলাদেশের কারাতের সঙ্গে আছেন। কিন্তু বেতন নেন না। এক প্রকার বিনা পারিশ্রমিকে তিনি কাজ করে যাচ্ছেন বাংলাদেশের কারাতের উন্নয়নে। তাকে বাংলাদেশের আধুনিক কারাতের রূপকারও বলা হয়।

সোনাজয়ীদের তৈরি করা প্রধান উপদেষ্টা কোচ কিতামুরার দৈনিক সম্মানী মাত্র ২৫০ টাকা। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) মাধ্যমে ১৯৮৫ সালে প্রথমবারের মতো বাংলাদেশে আসেন কিতামুরা। এর পরে বিভিন্ন সময়ে বিভিন্ন মেয়াদে বাংলাদেশে থাকার সুবাদে এই দেশ-ই যেন হয়ে উঠেছে তাঁর ঘর বাড়ি। এখন তিন মাস পর পর দেশে ফিরে কয়েক দিনের ছুটি কাটিয়ে আবার বাংলাদেশে ফেরেন। কারাতে কোচিং করানো ছাড়াও চাকরি করছেন একটি জাপানি কোম্পানিতে।

৩৪ বছর যাবৎ বাংলাদেশের সঙ্গে কিতামুরার পরিচয়। এই সময়ে বাংলাদেশের জল-বাতাসের সঙ্গে গড়ে উঠেছে সখ্য। বাংলা ভাষাটাও ভালো রপ্ত করে নিয়েছেন। তাঁর কণ্ঠেও বাংলাদেশ প্রেম, ‘এখন এটাই আমার প্রথম বাড়ি। আমি এখানকার মানুষ ও পারিবারিক বন্ধন পছন্দ করি। এখানকার মানুষেরা হৃদয়বান।’

কিতামুরার সঙ্গে বাংলাদেশ কারাতে ফেডারেশনের কোনো আনুষ্ঠানিক চুক্তি নেই। তবে সব সময় কারাতে ফেডারেশনের সঙ্গে যোগাযোগ থাকে তাঁর। গেমসের আগে কিতামুরাকে পেয়ে প্রধান উপদেষ্টা কোচ করে তাঁর হাতেই তুলে দেওয়া হয় দলের দায়িত্ব। বিনিময়ে দৈনিক ভিত্তিতে পেয়েছেন মাত্র ২৫০ টাকা। সম্মানীর অঙ্ক নিয়ে ভাবেননি কিতামুরা। তিনি বলেন, ‘গেমসের জন্য প্রতিদিন ২৫০ টাকা বরাদ্দ ছিল। এটা নিয়ে আমি মোটেও ভাবিনি। তবে ভবিষ্যতে আমার সঙ্গে চুক্তি করতে হলে ভালো সম্মানী দিতে হবে।’

এবারের এসএ গেমসে কারাতেতে লড়াই হয়েছে ১৯ সোনার। যার ১০টিই পেয়েছে স্বাগতিক নেপাল। পাকিস্তানের ঝুলিতে ৬টি সোনা। বাকি ৩টি বাংলাদেশের। লাল-সবুজের দল ৩ রুপা ও ১২টি ব্রোঞ্জও জিতেছে। এর আগে ২০১০ ঢাকা এসএ গেমসে কারাতে দল ৪টি সোনা জেতে।

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭