ইনসাইড গ্রাউন্ড

বোতল দিয়ে অনুশীলন মুস্তাফিজের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/12/2019


Thumbnail

আসন্ন বঙ্গবন্ধু বিপিএলে রংপুর রেঞ্জার্সের হয়ে খেলবেন মুস্তাফিজুর রহমান। হারিয়ে যাওয়া ছন্দ ফিরে পেতে মুস্তাফিজের জন্য গুরুত্বপূর্ণ এবারের বিপিএল। তাই কাটার মাস্টার বাড়তি অনুশীলন করছেন ব্যাটসম্যানদের বিপদে ফেলতে।

নিজেকে চেনা রূপে ফিরিয়ে আনতে শনিবার বোতলের সাহায্যে অভিনব অনুশীলন করেছেন মুস্তাফিজ। এদিন স্টাম্পের আগে বোতল রেখে মুস্তাফিজকে প্রায় ৩০ মিনিটের ওপর ইয়র্কার অনুশীলন করতে দেখা যায়। বোলিংয়ের সময় বেশ কয়েকবার বোতলে আঘাত হানতে সক্ষম হন বাঁহাতি এই পেসার।

মুস্তাফিজের সঙ্গে ছিলেন রংপুরের আরেক পেসার তাসকিন আহমেদও। দুজনই দলটির বোলিং ও সহকারী কোচ মিজানুর রহমান বাবুলের সঙ্গে আলাপ আলোচনা করে বোলিং অনুশীলন চালিয়ে যাচ্ছেন।

বোলিংয়ে ধার ফেরাতে গতি দিয়ে বোলিং করছেন মুস্তাফিজ। একাডেমি মাঠে অনুশীলন করার সময় বেশ কয়েকবার স্টাম্প ভাঙেন এই পেসার। এমনকি অনুশীলন ছেড়ে ওঠার আগে শেষ বলেও স্টাম্প উড়িয়ে দেন মুস্তাফিজ।

গত বিপিএলে রাজশাহই কিংসের হয়ে মুস্তাফিজ নেন ১২ উইকেট। ইংল্যান্ড বিশ্বকাপেও ছিলেন বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি। তবে মুস্তাফিজ নেই আগের সেই ছন্দে। কাটার মাস্টার থেকে মাঝে জায়গা হারাতে হয়েছে সেরা একাদশ থেকেও। এবারের বিপিএলে বল হাতে ফিরতে না পারলে সম্ভবত স্থান পাবেন না আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপেও।

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭