ইনসাইড গ্রাউন্ড

উদ্বোধনী অনুষ্ঠানের যখন যা থাকছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/12/2019


Thumbnail

আগামীকাল উদ্বোধন হতে যাচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে নেয়া হয়েছে বিশেষ সব প্রস্তুতি। জাঁকজমক এই অনুষ্ঠানের সূচী প্রকাশিত হয়েছে আজকে।

আজ (৭ ডিসেম্বর) বিকালে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল জানালেন অনুষ্ঠানের সূচী, অর্থাৎ কখন শুরু হয়ে কখন শেষ হবে। এছাড়াও অংশ মঞ্চ মাতাতে আসা শিল্পীরা কে কখন পারফর্ম করবেন সে ব্যাপারেও খোলাসা করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান।

‘আপনারা জানেন যে আমরা হচ্ছে ৫.৩০ এ গেট ক্লোজ করবো। বিকাল ৫ টায় আমরা প্রথম বাংলাদেশের শিল্পীদের দিয়ে শুরু করবো, ৬ টার সময় বাংলাদেশের জেমস সংগীত পরিবেশন করবে। ৭.৩০ এ মমতাজ আপা আর ৭ টায় প্রধানমন্ত্রী এসে এটি উদ্বোধন করবেন। ৭.১৫ তে সনু নিগাম সংগীত পরিবেশন করবেন এবং আরেকজন করবে সনু নিগামের পর।’

দুই বলিউড তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফের মঞ্চে আসার সূচী জানিয়ে শেখ সোহেল জানান অনুষ্ঠানের লাইনআপও, ‘৮.৩০ এ ক্যাটরিনা কাইফ আর ক্যাটরিনা কাইফের পরই সালমান খান। আমরা ১০.৩০ থেকে ১১ টা অর্থাৎ ৪ টা থেকে রাত ১১ টা হচ্ছে আমাদের অনুষ্ঠানের লাইনআপ।’

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭