ইনসাইড গ্রাউন্ড

ফাইনালে উঠতে জামালদের সামনে কঠিন সমীকরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/12/2019


Thumbnail

গতকাল মালদ্বীপের কাছে নেপাল হারলে কিংবা শ্রীলঙ্কার সাথে ভুটান পয়েন্ট হারালে একটু হলেও আশাটা তীব্র থাকত বাংলাদেশের জন্য। তবে বাংলাদেশের অনুকূলে ঘটেনি কিছুই। আজ স্বাগতিক নেপালের বিপক্ষে তাই অসাধ্য সাধন করতে পারলেই মিলবে ফাইনালের টিকিট।

এবারের গেমসের ফুটবলে অংশ নেয়নি ভারত। তাই স্বর্ণ জয়ের আশা নিয়েই দেশ ছেড়েছিল জামাল ভূঁইয়ারা। তবে মাঠের পারফরমেন্স ছিলনা স্বর্ণের মতো। র‍্যাংকিংয়ে পিছিয়ে থাকা দলগুলোর সাথাই জয় যেন সোনার হরিণ বনে গিয়েছিল লাল-সবুজদের জন্য। ফলাফল শেষ ম্যাচে জটিল সমীকরণ।

৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে এবার ভুটান দেখিয়েছে দারুণ চমক। সবার আগে ফাইনাল নিশ্চিত হয়ে গেছে তাদের। নেপালেরও ফাইনাল নিশ্চিত হয়ে গেছে প্রায়। আর ফাইনালে উঠতে হলে শেষ ম্যাচে আগামীকাল স্বাগতিক নেপালকে শুধু হারালেই হচ্ছে না, গোল ব্যবধানের কথাও মাথায় রাখতে হবে বাংলাদেশকে। আপাতত নেপালের গোলব্যবধান +৫ আর বাংলাদেশের ০। ফাইনালে উঠতে হলে অন্তত তিন গোলের ব্যবধানে নেপালকে হারাতে হবে জামাল ভুঁইয়াদের।

নাটকীয় সমাপ্তি না হলে তাই আরও একবার ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে বাংলাদেশ ফুটবল দলকে। শেষবার ২০১৬ সালেও ব্রোঞ্জ নিয়েই শেষ করেছিল বাংলাদেশ। জেমি ডেও তাই পরম আরাধয় সোনা এনে দিতে পারলেন না বাংলাদেশকে। ২০০৯ সালে সবশেষ এই ইভেন্টে সোনা জিতেছিল লাল-সবুজরা।

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭