ওয়ার্ল্ড ইনসাইড

দিল্লিতে আগুন: যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/12/2019


Thumbnail

সাতসকালে ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গেল ভারতে দিল্লি নগরীর একটি কারখানা। সেখানে ঘুমন্ত অবস্থায় মৃত্যু হয়েছে অন্তত ৩৫ জনের। এদের মধ্যে প্রায় সবাই ঘুমন্ত শ্রমিক বলে জানা গেছে। নগরীর রানি ঝাঁসি রোড এলাকার আনাজ মাণ্ডিতে এ ঘটনা ঘটে। অগ্নি নির্বাপন এবং উদ্ধার কাজে অংশ নিচ্ছে ফায়ার সার্ভিসের ৩০ টি ইউনিট। যুদ্ধকালীন তৎপরতায় সেখানে চালানো হচ্ছে উদ্ধার কাজ। এখন পর্যন্ত ৫৬ জনকে উদ্ধার করে স্থানীয় হাসাওপাতালে পাঠানো হয়েছে। ভিতরে আর কেউ আটকে রয়েছে কিনা তার জন্য অভিযান চলছে।

ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, রোববার ভোরে ভয়াবহ আগুন লাগে দিল্লির রানি ঝাঁসি রোড এলাকার আনাজ মাণ্ডিতে একটি বাড়িতে। বাড়িটিতে কারখানা স্থাপন করা হয়েছিল। প্রথমে দমকলের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ঘটনাস্থলে পৌঁছায় আরও ১৫ টি ইউনিট। কালো ধোঁয়ায় ছেয়ে গেছে গোটা এলাকা। আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয়রা। 

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭