ইনসাইড গ্রাউন্ড

অষ্টম দিনে বাংলাদেশের ঘরে আসলো ছয় স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/12/2019


Thumbnail

রবিবার এসএ গেমস চলতি আসরের আজ অষ্টম দিনে বাংলাদেশের ঘরে এখন পর্যন্ত এসেছে পাঁচটি স্বর্ণ। যার  মধ্যে পাঁচটি এসেছে আর্চারি আর একটি স্বর্ণ এসেছে নারী ক্রিকেট থেকে। সব মিলিয়ে বাংলাদেশের স্বর্ণপদকের সংখ্যা দাঁড়িয়েছে ১২ টি।

পুরুষদের দলগত রিকার্ভে লংকান আরচারদের হারিয়ে দিনের প্রথম স্বর্ণ জেতে বাংলাদেশ দল। রোমান সানা, হাকিম আহমেদ রুবেল ও তামিল ইসলামের সমন্বয়ে গঠিত দল শ্রীলঙ্কাকে রিকার্ভ দলগত ইভেন্টে ৫-৩ সেটে হারায়।

নারীদের দলগত রিকার্ভে ভারতকে হারিয়ে দিনের দ্বিতীয় স্বর্ণটি ঘরে তোলে বাংলাদেশ। তৃতীয় স্বর্ণটি আসে রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে ভুটানকে হারানোর মাধ্যমে।

বিকেলে আর্চারিতে ছেলেদের কম্পাউন্ড দলগত ইভেন্টে ভুটানকে হারিয়ে  স্বর্ণপদক জেতে বাংলাদেশ। ভুটানের প্রতিযোগীদের ২২৬-২১৩ পয়েন্টে পরাস্ত করেছে আশিকুজ্জামান, সোহেল রানা ও অসিম কুমার দাসের সমন্বয়ে গঠিত দল।

দিনের আরেক ফাইনালে লঙ্কান আর্চারদের ২২৮-২১৫ পয়েন্টে হারান বাংলাদেশের তিন প্রতিনিধি সুস্মিতা বণিক, শ্যামলি রায় ও সোমা বিশ্বাস।

অন্যদিকে এসএ গেমসের ইতিহাসে এবারই প্রথমবারের মতো যুক্ত হয়েছে নারী ক্রিকেট। এই ইভেন্টে ফাইনালে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলকে ২ রানে হারিয়ে স্বর্ণ জিতেছে বাংলাদেশ নারী দল।

বাংলা ইনসাইডার/এসএস



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭