ইনসাইড গ্রাউন্ড

আবারো দিবারাত্রি টেস্টের প্রস্তাব পেল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/12/2019


Thumbnail

আইসিসির এফটিপি ট্যুর প্লান অনুযায়ী জানুয়ারিতে পাকিস্তান সফরে যাবার কথা রয়েছে বাংলাদেশের। পাকিস্তান সফরে বাংলাদেশ যাবে কিনা তা এখনো নিশ্চিত নয়, তবে এর মাঝেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে থেকে নতুন প্রস্তাব পেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

উপমহাদেশে দ্বিতীয় বার এবং পাকিস্তানে প্রথমবারের মতো দিবারাত্রির টেস্ট ম্যাচ আয়োজন করতে চাচ্ছে পাকিস্তান। আর এতে প্রতিদ্বন্দ্বী হিসেবে বাংলাদেশকে বেঁছে নিতে চাচ্ছে দেশটি। পাকিস্তানের পেসবান্ধব উইকেটে গোলাপি বলের দ্রুততায় বাংলাদেশ খেলবে কিনা তা এখনো নিশ্চিত নয়।

ডিসেম্বরে ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে পাকিস্তান। দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টির সফরের বিষয়ে বিসিবিকেও ইতিবাচক শোনাচ্ছে। এরপর আসবে বাংলাদেশের পালা। ১৬ বছর পর বাংলাদেশকে পূর্ণাঙ্গ সিরিজে আতিথ্য দেওয়ার সুযোগটা কাজে লাগাতে চাইছে পাকিস্তান।

ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর এক প্রতিবেদনে জানানো হয়েছে করাচি টেস্টটা কৃত্রিম আলো ও গোলাপি বলে খেলতে চাইছে পাকিস্তান। তবে বিসিবি এখনো জানায়নি নিজেদের সিদ্ধান্ত। এমনিতেই টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ভরাডুবি, এর সাথে নিজেদের ইতিহাসের প্রথম দিবারাত্রির টেস্ট ম্যাচের ইতিহাসও নয় সুখকর।

গত ২২ নভেম্বরেই নিজেদের ইতিহাসের প্রথম দিবারাত্রির টেস্ট খেলেছে বাংলাদেশ। স্বল্প প্রস্তুতিতে সে টেস্টের ফল ভালো হয়নি বাংলাদেশের। মাত্র সোয়া দুই দিনে ম্যাচ শেষ হয়েছে। কোনরকমে নিজেদের সম্মান বাঁচিয়ে ইনিংস ব্যবধানে হার দিয়ে শেষ হয়েছে এই টেস্ট।

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭