ইনসাইড গ্রাউন্ড

মঞ্চ মাতাচ্ছেন ক্যাটরিনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/12/2019


Thumbnail

মঞ্চে উঠেছেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ। বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের এই পর্যায়ে চলছে তাঁর একক পারফরমেন্স। এরপর সালমান খানের একক পারফরমেন্স এবং সবশেষ দুই জনের যৌথ পারফরমেন্স দিয়ে সমাপ্তি হবে অনুষ্ঠানের।

এর আগে অনুষ্ঠানের সূচি একটু এলোমেলো হলেও বিপিএলের বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এলেন নির্ধারিত সময়ের একটু আগেই। ঠিক ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করলেন, চারদিক রঙিন হলো আতশবাজির আলোয়। উদ্বোধনী ঘোষণায় শেখ হাসিনা বিপিএলের সঙ্গে জড়িয়ে থাকা সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানালেন। সাফল্য কামনা করলেন বিশাল এ আয়োজনের।

সন্ধ্যা ৬ টা ৫৫ মিনিটে শেখ হাসিনা বঙ্গবন্ধু বিপিএলের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধন প্রসঙ্গে তিনি বলেন, ‘সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে, টুর্নামেন্ট সফল হোক, স্বার্থক হোক এবং উদ্বোধন অনুষ্ঠানের সফলতা কামনা করে আমি বঙ্গবন্ধু বিপিএল-২০১৯ এর উদ্বোধন ঘোষণা করছি।’ তার ঘোষণার পরই টানা পাঁচ মিনিটের আতশবাজি ও ফায়ারওয়ার্ক চলে।

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭