ইনসাইড গ্রাউন্ড

আর্চারির সবকটি ইভেন্টে স্বর্ণ জিতে বাংলাদেশের রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/12/2019


Thumbnail

সাউথ এশিয়ান (এসএ) গেমসের ১৩তম আসরের নবম দিনে আর্চারিতে আরো চারটি স্বর্ণ পদক জিতলো বাংলাদেশ। ফলে আর্চারিতে ১০টি ইভেন্টের সবকটিতেই প্রথমবারের মতো স্বর্ণ পদক জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ।

গতকাল রোববার আসরের অষ্টম দিনে আর্চারিতে ছয়টি স্বর্ণ পদক পায় বাংলাদেশ। এরপর আজ বেলা সাড়ে ১১টার মধ্যেই আর্চারির বাকি চারটি ইভেন্টে স্বর্ণ জিতে বাংলাদেশ। এদিন দিনের শুরুতে আর্চারিতে নারী কম্পাউন্ড ব্যক্তিগত ইভেন্টে সোনা জেতেন সুমা বিশ্বাস। পরে আর্চারির নারী রিকার্ভে ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জেতেন ইতি খাতুন।

এরপর একই দিনে আর্চারিতে নারী কম্পাউন্ড ব্যক্তিগত ইভেন্টে সুমা বিশ্বাসের পর পুরুষ কম্পাউন্ড ব্যক্তিগত ইভেন্টে সোনা জেতেন মো: সোহেল রানা। সকালে সর্বশেষ পুরুষ রিকার্ভে ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেন রুমান সানা।

চলতি আসরে আর্চারিতে ১০ স্বর্ণ পদকসহ বাংলাদেশের ঝুলিতে মোট ১৮টি স্বর্ণে এসেছে। আরচারির ১০ম এবং মোট ১৮তম স্বর্ণ জয়ের মধ্যে দিয়ে বাংলাদেশ ছুঁয়ে ফেলল ২০১০ সালের সাফল্য। সেবার ঘরের মাঠে বাংলাদেশ সর্বোচ্চ ১৮টি সোনা জিতেছিল।

উল্লেখ্য, দেশের বাইরে এসএ গেমসে আর্চারিতে বাংলাদেশের এটাই সেরা সাফল্য। এর আগে ১৯৯৫ মাদ্রাজ গেমসে আর্চারিতে ৭টি স্বর্ণপদক ছিল।

বাংলা ইনসাইডার/এসএস



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭