কালার ইনসাইড

২৮ দিন পর বাসায় ফিরে লতার আবেগী বার্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/12/2019


Thumbnail

হাসপাতালে একটানা ২৮ দিন চিকিৎসা দেশে বাড়িতে ফিরেছেন কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে রোববার এই তথ্য নিজেই জানিয়েছেন তিনি।

এর আগে গত ১১ নভেম্বর শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকর। এরপর দীর্ঘ সময় চিকিৎসা নিয়ে গত ৮ নভেম্বর সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৯০ বছর বয়সী এই শিল্পী।

বাড়ি ফিরে টুইটারে লতা লেখেন, ‘বিগত ২৮ দিন আমি ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ছিলাম। নিউমোনিয়া ধরা পড়েছিল। চিকিৎসকরা চেয়েছিলেন হাসপাতালে থেকে সম্পুর্ণ সুস্থ হয়ে তারপর বাড়ি ফিরি। বাবা-মায়ের আশীর্বাদে ও আপনাদের প্রার্থনায় আজ আমি বাড়ি ফিরলাম। আপনাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ।’

লতা দীর্ঘ বলিউড প্লেব্যাক ক্যারিয়ারে এক হাজারেরও বেশি গান গেয়েছেন। পেয়েছেন ভারত সরকারের সর্বোচ্চ নাগরিক সম্মাননা ভারতরত্ন, পদ্মবিভূষণ ও পদ্মভূষণে। এ ছাড়া ১৯৮৯ সালে লাভ করেন দাদাসাহেব ফালকে পুরস্কার।

বাংলা ইনসাইডার/এসএস



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭