ইনসাইড গ্রাউন্ড

চার বছরের জন্য নিষিদ্ধ রাশিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/12/2019


Thumbnail

দ্যা ওয়ার্ল্ড এন্টি ডোপিং এজেন্সী (ওয়াডা) রাশিয়ার উপর চার বছরের নিষেধাজ্ঞা জারি করেছে। এর ফলে আগামী চার বছর কোন ধরণের আন্তর্জাতিক ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে না। ২০২০ সালের অলিম্পিক কিংবা ২০২২ সালের কাতার বিশ্বকাপেও দেখা যাবে না রাশিয়াকে।  

২০১৯ সালে জানুয়ারির তদন্তে ডোপিংয়ের নমুনা নিয়ে কারসাজি করার অভিযোগ উঠেছিল রাশিয়ার বিপক্ষে। এর আগে সাংগঠনিকভাবে পারফরম্যান্স বর্ধক ওষুধ ব্যবহারে অনুপ্রেরণা দেওয়া ও নমুনা নিয়ে কারসাজির কারণে ২০১৬ রিও অলিম্পিকেও দেশটির অ্যাথলেটিকস দলের ওপর নিষেধাজ্ঞা জুটেছিল।

সেবার রাশিয়ার পতাকায় খেলতে পারেননি কেউ। যেসব ক্রীড়াবিদ নিজেকে নির্দোষ প্রমাণ করে নিরপেক্ষ ক্রীড়াবিদ হিসেবে অংশ নেওয়ার আগ্রহ দেখিয়েছিলেন তাঁরাই শুধু অলিম্পিকে যোগ দিতে পেরেছিলেন। এবারও রাশিয়ান নিরপরাধ প্রতিযোগীদের সে সুযোগ দেওয়া হবে।

অবশ্য আপিল করার সুযোগ থাকছে দেশটির কাছে। আগামী ২১ দিনের মধ্যে আপিল করতে হবে রাশিয়াকে। তবে আগামী বছরে অনুষ্ঠিত হতে যাওয়া ইউরো ২০২০ এর অংশ হতে পারবে রাশিয়া। কারণ এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে।

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭