ইনসাইড বাংলাদেশ

আপিল বিভাগে বসছে সিসিটিভি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/12/2019


Thumbnail

খালেদা জিয়ার জামিন শুনানিকে কেন্দ্র করে আইনজীবিদের হট্টগোলের কারণে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সিসিটিভি ক্যামেরা বসনোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছে, খালেদা জিয়ার জামিন শুনানি ঘিরে, যে হট্টগোল হয়েছে, আবারও এমন ঘটনা ঠেকাতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে গেলো বৃহস্পতিবার খালেদা জিয়ার জামিনকে কেন্দ্র করে আপিল বিভাগে হট্টগোল করে বিএনপি পন্থি আইনজীবীরা। এতে প্রায় ৩ ঘন্টা থমকে ছিলো বিচারকাজ। শেষমেশ বিচারকরা এজলাস থেকে বের হয়ে গিয়েছিলেন।

আগামী বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) আবার খালেদার জামিন শুনানি। যা নিয়ে চাপা উত্তেজনা রয়েছে সুপ্রিম কোর্টে। সেই পরিস্থিতি এড়াতে সোমবার সুপ্রিম কোর্ট প্রশাসন আপিল বিভাগে সিসিটিভি লাগানোর সিদ্ধান্ত নিয়েছে। যা বাংলাদেশের ইতিহাসে প্রথম। সেই সাথে আপিল বিভাগ ঘিরে অ্যাক্টিভ করা হচ্ছে সব সিসি ক্যামেরা।

সুপ্রিম কোর্টের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম ও খালেদার আইনজীবী মাহবুব উদ্দিন খোকনও।

বাংলা ইনসাইডার/এসএস



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭