ওয়ার্ল্ড ইনসাইড

টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব গ্রেটা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/12/2019


Thumbnail

বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ হয়েছেন পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। সুইডেনের ১৬ বছর বয়সী এই কিশোরী বছরজুড়েই আলোচনায় ছিল। গত সেপ্টেম্বরে জাতিসংঘের একটি সম্মেলনে বিশ্বনেতাদের কড়া সমালোচনা করেছে সে। এ ছাড়া তার গড়ে তোলা পরিবেশ আন্দোলন ‘ফ্রাইডেস ফর ফিউচার’ ইতিমধ্যে সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে। সবকিছু বিবেচনায় বছরের সেরা ব্যক্তিত্ব হিসেবে গ্রেটাকেই বেছে নিয়েছে যুক্তরাষ্ট্রের সাময়িকী টাইম। 

মাত্র ১৫ বছর বয়সে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অবিলম্বে কার্যকর প্রদক্ষেপ গ্রহণের জন্য আন্দোলন শুরু করে। ২০১৮ সালের আগস্ট মাসে স্কুল বাদ দিয়ে টানা তিন সপ্তাহ সুইডিশ পার্লামেন্টের সামনে বসে থাকে সে। এর পেছনে মূল উদ্দেশ্য ছিল জলবায়ু সংকটের বিরুদ্ধে কেন যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে না, সেজন্য প্রতিবাদ। 

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭