ওয়ার্ল্ড ইনসাইড

গাম্বিয়া-মিয়ানমারের পাল্টাপাল্টি যুক্তিতর্ক; দেখুন সরাসরি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/12/2019


Thumbnail

নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যার মামলায় পাল্টাপাল্টি যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে শুরু হয় আদালতের কার্যক্রম। যুক্তিতর্কে অংশ নিচ্ছেন উভয় পক্ষের প্রতিনিধিরা। মিয়ানমারের নেতৃত্ব দিচ্ছেন দেশটির ডি ফ্যাক্টো নেত্রী অং সান সু চি। আর গাম্বিয়ার নেতৃত্ব দিচ্ছেন দেশের আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল আবুবকর মারি তামবাদু। 

মঙ্গলবার শুরু হওয়া শুনানির প্রথম দিনে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যায় নিজেদের যুক্তি তুলে ধরে মামলার বাদী গাম্বিয়া। আর বুধবার শুনানির দ্বিতীয় দিনে আদালতে নিজেদের পক্ষে যুক্তিতর্ক তুলে ধরেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি। রাখাইনে কোনো গণহত্যা হয়নি বলে সাফাই গান তিনি।

সরাসরি দেখতে এখানে ক্লিক করুন...

 

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭