ওয়ার্ল্ড ইনসাইড

সাদা পোশাকে ম্রিয়মাণ সু চি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/12/2019


Thumbnail

মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চি আজ সাদা পোশাকে আন্তর্জাতিক বিচার আদালতে উপস্থিত হয়েছেন। গণহত্যার মতো নৃশংস অভিযোগের মামলা লড়তে যখন দেশ ছাড়ছিলেন সু চি, তখন হাস্যোজ্জ্বল মুখে দেখা গিয়েছিল তাকে। কিন্তু গত দু’দিনে আন্তর্জাতিক বিচার আদালতে চলা শুনানিতে তুলোধুনো হয়ে তার সেই হাসি একেবারে হারিয়েই গেছে। আর আজ শুনানি চলাকালে তাকে একেবারে ম্রিয়মান মনে হচ্ছে।

গত দু’দিন আদালতে যেমন পাথরের মূর্তির মতো বসে ছিলেন সু চি, আজও তেমনটাই দেখা গেছে। তবে পার্থক্য হলো, আজ তাকে কিছুটা ক্লান্ত মনে হচ্ছে। বাংলাদেশ সময় আজ রাত ৯টায় গাম্বিয়ার অভিযোগের জবাবে যুক্তি উপস্থাপন করবে মিয়ানমার। তখন সু চিকেও তার বক্তব্য দিতে হবে তুলে ধরতে হবে। 

উল্লেখ্য, শুনানি শুরুর দিন থেকেই মিয়ানমারের সরকারপ্রধান সু চি ও তার আইনজীবীদল গাড়িবহর নিয়ে আদালতে প্রবেশ করেন। গাড়ির সামনে দুটি মোটরসাইকেলে থাকেন দুজন পুলিশ। আজও তেমনটাই দেখা গেছে। শুনানির শুরুর দিন ১০ ডিসেম্বর অভিযোগের পক্ষে যুক্তি উপস্থাপন করেছে গাম্বিয়া। এরপর গতকাল ১১ ডিসেম্বর যুক্তি উপস্থাপন করে মিয়ানমার। আর আজ দু পক্ষই যুক্তি তর্ক উপস্থাপন করবে।

বাংলা ইনসাইডার/এএইচসি

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭