ওয়ার্ল্ড ইনসাইড

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বরিস জনসনের কনজারভেটিভ পার্টির জয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/12/2019


Thumbnail

ব্রিটেনের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বরিস জনসনের কনজারভেটিভ পার্টি। এ জয়কে ঐতিহাসিক আখ্যা দেয়া হয়েছে কারণ লৌহমানবী হিসেবে খ্যাত মার্গারেট থ্যাচারের শাসনাধীনে ১৯৮৭ সালের পর এটিই কনজারভেটিভদের সেরা জয়।

ব্রিটিশ নির্বাচনে ৬৫০ আসনের মধ্যে ৬০০ আসনের ফলাফল এসেছে। এর মধ্যে কনজারভেটিভরা পেয়েছে ৩৩০ আসন এবং লেবার পার্টি পেয়েছে ১৯৬ আসন। ফলে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে।

প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রধানমন্ত্রী বরিস জনসনের কনজারভেটিভ পার্টি এবং জেরেমি করবিনের নেতৃত্বাধীন লেবার পার্টি।

ব্রেক্সিটের পক্ষে থাকা কনজারভেটিভ পার্টির পক্ষে নির্বাচনের ফলাফল আসায় এবার নির্বিঘ্নে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হতে পারবে যুক্তরাজ্য, এমনটাই আশা করছেন বিশ্লেষকরা।

গতকাল বৃহস্পতিবার ব্রিটেনের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে, ২০১৭ সালের ৮ জুন এবং ২০১৫ সালের ৭ মে ভোটগ্রহণ হয়েছিল।

গতকাল ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডের মোট ৬৫০টি নির্বাচনী কেন্দ্রে স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭