ইনসাইড গ্রাউন্ড

আফ্রিদিকে বাদ দিয়ে খেলছে মাশরাফিরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/12/2019


Thumbnail

বঙ্গবন্ধু বিপিএলের প্রথম ম্যাচে শহীদ আফ্রিদি গড়েছেন শততম ‘ডাকের’ তিক্ত মাইলফলক। ৪৪ বছর বয়সী আফ্রিদির উপর যে বয়সের ছাপটা স্পষ্ট সেটা প্রমাণ পেয়েছে এর পরের ম্যাচেও। তাই তৃতীয় ম্যাচে ঢাকা প্লাটুনের একাদশ থেকে ছিটকে পড়েছেন সাবেক পাকিস্তানি অধিনায়ক।

প্রথম ম্যাচে ব্যাটিংয়ে নেমে ফেরেন গোল্ডেন ডাকে। পরে বল হাতেও নিজেকে মেলে ধরতে পারেননি, ৩ ওভারে ২৫ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। ওই ম্যাচে ঢাকা বড় ব্যবধানেই পরাজয়ের স্বাদ নেয়। পরের ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে ঢাকা জয় পেলেও ব্যাটে বলে আফ্রিদি ছিলেন নিজের ছায়া হয়েই। ব্যাট হাতে করেন ৪ রান। পরে ৩ ওভার বল করে দেন ২৪ রান, এবারও উইকেটের দেখা নেই।

এমন পারফরম্যান্সের পর বড় নাম দেখার আর প্রয়োজন মনে করেনি ঢাকার টিম ম্যানেজম্যান্ট। আফ্রিদিকে বাদ দিয়ে তারা আজ একাদশে নিয়েছে আরেক পাকিস্তানি লেগস্পিনার শাদাব খানকে। আর সাথে শুভাগত হোমকে সরিয়ে একাদশে ফিরেছেন আরিফুল হক।

এছাড়া শ্রীলঙ্কাও নেমেছে দুই পরিবর্তন নিয়ে। শ্রীলঙ্কার জীবন মেন্ডিস, আফগানিস্তানের নাভিন উল হক এবং স্থানীয় নাজমুল ইসলাম মিলনকে একাদশের বাইরে রেখেছে সিলেট। তাঁদের পরিবর্তে একাদশে ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ওপেনার আন্দ্রে ফ্লেচার, আফগানিস্তানের শফিকুল্লাহ শফিক এবং বাংলাদেশের তরুণ ক্রিকেটার দেলোয়ার হোসেনকে রেখেছে দলটি।

ঢাকা প্লাটুন একাদশঃ মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, মেহেদি হাসান, আরিফুল হক, জাকির আলী, থিসারা পেরেরা, লরি ইভান্স, ওয়াহাব রিয়াজ ও সাদাব খান।

সিলেট থান্ডার একাদশঃ জনসন চার্লস, রনি তালুকদার, মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), আন্দ্রে ফ্লেচার, দেলোয়ার হোসেন, নাঈম হাসান, শফিকুল্লাহ শফিক, ক্রিসমার সান্টোকি, এবাদত হোসেন ও নাজমুল ইসলাম অপু।

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭