কালার ইনসাইড

না ফেরার দেশে সঙ্গীত ব্যক্তিত্ব পৃথ্বীরাজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/12/2019


Thumbnail

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তরুণ গায়ক, সুরকার ও সঙ্গীত পরিচালক পৃথ্বীরাজ। স্টুডিওতে কাজ করার সময় হুট করে অসুস্থ রোধ করার পর কোনো সাড়া না দিলে তরুণ শিল্পী পৃথ্বীরাজকে সেখান থেকে উদ্ধার করে রাজধানীর সিটি হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

আজ রোববার ১৫ ডিসেম্বর ভোরে আনুমানিক সাড়ে চারটায় তার মৃত্যু হয়। জানা গেছে, পৃথ্বীরাজ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ থাকলেও বর্তমান সময়ে বেশ সুস্থ হয়ে উঠছিলেন। রোববার হঠাৎ করেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।

পৃথ্বীরাজের ছোটভাই ঋতুরাজ সামাজিকমাধ্যমে জানান, ১৫ ডিসেম্বর জোহরের নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হবে এবং আজিমপুর কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

প্রসঙ্গত, পৃথ্বীরাজের প্রথম অ্যালবাম ‘ডট’ প্রকাশিত হয় ২০১১ সালে। উচ্চাঙ্গসংগীতে দখলের জন্য সংগীতপ্রেমীদের প্রিয় হয়ে উঠেছিলেন দ্রুত। এবিসি রেডিও এফএম ৮৯.২ এর প্রডাকশন ইনচার্জ পৃথ্বীরাজ ‘সেন্টার ফর মিউজিকলজি’ নামে একটি গানের স্কুলও চালাতেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭