ইনসাইড গ্রাউন্ড

বিপিএলের ঢাকা পর্বে ছক্কার সেঞ্চুরি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/12/2019


Thumbnail

এবারের আসরে ঢাকা পর্বের প্রথম ৪ দিনে ৯৭ ছক্কা ও ১৮৫ টি চার হাঁকালেন ব্যাটসম্যানরা। প্রতিবার বিপিএল এলে ধীরগতির ব্যাটিং নিয়ে সমালোচনা হলেও এবারের আসরের শুরুটা হয়েছে কিছুটা আগ্রাসী ভঙ্গিতে।

আসরের প্রথম ম্যাচে দুই দল (সিলেট থান্ডার ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) মিলে ১৬টি ছক্কা ও ২১টি বাউন্ডারি হয়েছে। এই ধারা বজায় ছিল ঢাকা পর্বের অষ্টম এবং শেষ ম্যাচেও। যেখানে ১১ ছক্কার সঙ্গে ৩৩টি চার মেরেছেন ঢাকা প্লাটুন ও সিলেট থান্ডারের ব্যাটসম্যানরা।

তবে সবচেয়ে বেশি ছক্কা হয়েছে খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যকার চতুর্থ ম্যাচে। এ ম্যাচে হয়েছে ১৭টি ছক্কার মার। তার পাশাপাশি ২২টি চারের মারও। সবমিলিয়ে এই চারদিনের ৮ ম্যাচে হয়েছে মোট ৯৭টি ছক্কা ও ১৮৫টি চার।

দুই দিন বিরতি দিয়ে আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্ব। সেখানে ৬ দিনে ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে মুখোমুখি খুলনা টাইগার্স ও রাজশাহী রয়্যালস। দুই ম্যাচে দুই জয় নিয়ে শীর্ষে রয়েছে রাজশাহী।

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭