ইনসাইড গ্রাউন্ড

সেরা পাঁচ ব্যাটসম্যানের চারজনই বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/12/2019


Thumbnail

এবারের বিপিএলের প্রথম ম্যাচ থেকেই দাপট দেখাচ্ছে দেশি ক্রিকেটাররা। মিরপুরের ব্যাটিং সহায়ক উইকেট আর ছোট বাউন্ডারিতে তাই সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকাতে দাপট দেশিদের। টুর্নামেন্টের প্রথম আট ম্যাচ শেষে সেরা পাঁচ ব্যাটসম্যানদের চারজনই দেশি।

ঢাকা পর্বে দুর্দান্ত রাজশাহী র‌য়্যালস। দুই ম্যাচের ২টিতে জয় নিয়ে সেরা স্থানে আন্দ্রে রাসেলের দল। তারপরে যাথাক্রমে ৩ ম্যাচের দুটিতে জয় নিয়ে দ্বিতীয় স্থানে ঢাকা প্লাটুন ও তৃতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং ১ ম্যাচের একটিতে জয় নিয়ে চতুর্থ স্থানে আছে খুলনা টাইগার্স।

দুই দিন বিরতি দিয়ে এবারের আসরের দ্বিতীয় পর্ব আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে চট্টগ্রাম জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে রাজশাহী রয়েলস এবং খুলনা টাইগার্স।

ঢাকা (প্রথম) পর্ব শেষে বিপিএলের এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহকঃ-

১- ইমরুল কায়েস (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স): ইনিংস-৩, মোট রান-১১৭, সর্বোচ্চ-৬১, গড়-৫৮.৫০

২- চ্যাডউইক ওয়ালটন (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স): ইনিংস-৩, মোট রান-১১৭, সর্বোচ্চ-৫০, গড়-৫৮.৫০

৩- মোহাম্মদ মিথুন (সিলেট থান্ডার): ইনিংস-৩, মোট রান-১১২, সর্বোচ্চ-৭৯, গড়-৫৬.০০

৪- তামিম ইকবাল (ঢাকা প্লাটুন): ইনিংস-৩, মোট রান-১১০, সর্বোচ্চ-৭৪, গড়-৩৬.৬৭

৫- মোসাদ্দেক হোসেন (সিলেট থান্ডার): ইনিংস-৩, মোট রান-১০৯, সর্বোচ্চ-৬০*, গড়-৫৪.৫০

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭