ইনসাইড বাংলাদেশ

যুদ্ধাপরাধীদের তালিকা; বাংলাদেশের বিরুদ্ধে বিবৃতি দেওয়া আইনজীবীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/12/2019


Thumbnail

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথি পর্যালোচনা করে আজ রবিবার প্রথম ধাপে ১০ হাজার ৭৮৯ জন যুদ্ধাপরাধীদের তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

প্রথম ধাপের তালিকার মধ্যে মুক্তিযুদ্ধের সময় ঢাকার উচ্চ আদালতের যেসব আইনজীবি পাকিস্তানি হানাদারদের আগ্রাসনকে স্বাগত জানিয়ে যুক্ত বিবৃতি দিয়েছিলেন তাদের তালিকাও আছে।

সেই তালিকায় স্বাধীনতাবিরোধী ৫৩ জন আইনজীবীর নাম উল্লেখ করা হয়েছে:

বাংলাদেশের বিরুদ্ধে বিবৃতি দেওয়া আইনজীবীদের তালিকা : ফরিদ আহমেদ, মমিনুল হক, এ ডাব্লিউ চৌধুরী, শফিকুর রহমান, আহমেদুর রহমান খান, জুলমত আলী খান, মোদাবার হোসেন, এ.এইচ.এম.এ. জলিল, নাসিরুদ্দিন, আবদুল ওয়াদুদ মিয়া, ইউসুফ আলী খান, মোঃ গিয়াসউদ্দিন ভূইয়া, এ.কে. রফিকুরল হোসেন, নাজিরউদ্দিন চৌধুরী, নাজিম এ রহমান, মোহিতুর রহমান চৌধুরী, আকরাম হোসেন মিয়া, আবু সালেক, আবদুর রশীদ, মোঃ কুরবান আলী, মোজাম্মেল হক, মোঃ নুরুল হক, মশিউল ইসলাম, এমএন আলী, আজিজুর রহমান, নুরুল হুদা খুন্দকার, ফজলুল হক, এ কে ফজলুল হক চৌধুরী, আহমেদ আলী মন্ডল, মমতাজউদ্দিন আহমেদ, শামসুল হক, সিরাজুল ইসলাম, ফরমানউল্লাহ খান, আবু সাঈদ, এইচ.কে আবদুল হাই, এম.এস. ভূঁইয়া, মাহবুবুর রহমান, সৈয়দ মোহাম্মদ আলী, আবদুল মতিন, মোঃ ইদ্রিশ, সৈয়দ আলতাফ হুসেন, জালাল উদ্দিন আহমেদ, কে.এ.এম. তৌফিকুল ইসলাম, লস্কর ফারসুদ্দিন আহমেদ, এম ইকবাল আহমেদ, মোঃ আতাউল হক, শাহুদুল হক, কালিমুদ্দিন আহমেদ, সেরাজুল ইসলাম, মেসবা উদ্দিন আহমেদ, এম.এ.এস.এম মোফাখখর, এ.কে. শামস ও মাহবুবুল হক দুলান।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭