ইনসাইড বাংলাদেশ

বেনাপোল সীমান্তে ১৮ টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/12/2019


Thumbnail

বেনাপোলে ভারতে পাচারের সময় যশোরের বেনাপোল সীমান্ত থেকে সাড়ে ৯২ লাখ টাকার ১৮ টি স্বর্ণের ( দুই কেজি একশত গ্রাম) বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

আজ রোববার বিকালে বেনাপোলের গাতিপাড়া সীমান্তের মাঠ থেকে এ স্বর্ণের চালানটি উদ্ধার করা হয়। তবে কোনো সোনা পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক সেলিম রেজা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নায়েক মো. নুরুল ইসলাম এর নেতৃত্বে গাতিপাড়া মাঠে অভিযান চালালে পাচারকারী ১৮ টি স্বর্ণের বার ফেলে পালিয়ে যায়। যার ওজন ২ কেজি একশত গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৯২ লাখ ৪০ হাজার টাকা।

উদ্ধারকৃত স্বর্ণ বেনাপোল পোর্ট থানায় জমা করা হয়েছে বলে তিনি জানান।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭