ইনসাইড গ্রাউন্ড

বিজয় দিবস উপলক্ষ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/12/2019


Thumbnail

মুক্তিযুদ্ধে শহীদ দুই ক্রিকেট ব্যক্তিত্ব আবদুল হালিম চৌধুরী জুয়েল ও মুশতাক আহমেদের প্রতি শ্রদ্ধা জানাতে বরাবরের মতো এবারও বিজয় দিবসে প্রীতি ম্যাচের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শহীদ আবদুল হালিম জুয়েল ও শহীদ মোস্তাক স্মরণে আয়োজিত ম্যাচটি খেলে থাকেন বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা। এই প্রদর্শনী ম্যাচটি থাকে ভক্তদের জন্য উন্মুক্ত। শুরুর দিকে ওয়ানডে সংস্করণে হলেও গত কয়েক বছর ধরে টি-টোয়েন্টি সংস্করণে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রদর্শনী ম্যাচটি শুরু হবে ১৬ ডিসেম্বর সোমবার সকাল ১০টায়। টি-টোয়েন্টি ম্যাচটিকে সামনে রেখেই সাবেক ক্রিকেটারদের নিয়ে শহীদ জুয়েল একাদশ ও শহীদ মুশতাক একাদশ নামে দুটি দল ঘোষণা করেছে বিসিবি।

শহীদ জুয়েল একাদশ: নাঈমুর রহমান, সজল চৌধুরী, হাবিবুল বাশার, মাহমুদুল হাসান, আকরাম খান, মিনহাজুল আবেদিন, শাহরিয়ার হোসেন, এনামুল হক, খালেদ মাহমু , নাসির আহমেদ, এহসানুল হক, নিয়ামুর রশীদ, মোহাম্মদ সেলিম (উইকেটকিপার), হাসিবুল হোসেন।

শহীদ মুশতাক একাদশ: মেহরাব হোসেন, জাহাঙ্গীর আলম, হারুনুর রশিদ, আনোয়ার হোসেন(উইকেটকিপার), তারেক আজিজ খান, মুশফিকুর রহিম, মোর্শেদ আলী খান, মোহাম্মদ রফিক, আনোয়ার হোসেন, সফিউদ্দিন আহমেদ, ফারুক আহমেদ, জাভেদ ওমর, মোহাম্মদ আলী, খালেদ মাসুদ।

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭