ইনসাইড গ্রাউন্ড

বার্সাকে ছাড়িয়ে যেতে জয় প্রয়োজন রিয়ালের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/12/2019


Thumbnail

গতকাল রিয়াল সোসিয়াদের মাঠে বার্সেলোনা পয়েন্ট হারানোয় রিয়াল মাদ্রিদের সামনে সুযোগ রয়েছে লা লিগায় শীর্ষে ওঠার। আগামী সপ্তাহে ন্যু ক্যাম্পে এল ক্লাসিকোতে মুখোমুখি হবার আগে আজকের ম্যাচে জয়টা খুবই প্রয়োজন জিনেদিন জিদানের শিষ্যদের।

গত মাসে রিয়াল মায়োরকার কাছে হারের পর থেকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে জিনেদিন জিদানের দল। শেষ ৬ ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা, নিশ্চিত করেছে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্ব। লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার সমান পয়েন্ট তাদের। ফর্ম এবং আত্মবিশ্বাসের তুঙ্গে থেকেই ভ্যালেন্সিয়ার মাঠ এস্তাদিও মেস্তায়ায় যাচ্ছে ‘লস ব্লাঙ্কোস’রা।

তবে ভ্যালেন্সিয়া রয়েছে দারুণ ছন্দে। গত সপ্তাহে আয়াক্সকে তাদেরই মাঠে হারিয়ে নিশ্চিত করেছে নকআউট পর্ব। রিয়ালের মত লা লিগায় অবস্থা খুব একটা সুবিধার নয় ভ্যালেন্সিয়ার, টেবিলের ৮ নম্বরে আছে ‘লস চে’রা। কিন্তু রিয়ালের বিপক্ষে মেস্তায়ায় সুখস্মৃতি ভ্যালেন্সিয়ারই, গত এপ্রিলে লিগে জিদানের দলকে হারিয়ে দিয়েছিল তারা।

ইনজুরির কারণে মেস্তায়ায় রিয়ালের হয়ে থাকছেন না এডেন হ্যাজার্ড, হামেস রদ্রিগেজ, লুকাস ভাজকেজ এবং মার্কো আসেন্সিও। কিন্তু ইনজুরির চেয়েও হয়তো গত সপ্তাহে এস্পানিওলের বিপক্ষে ফার্লান্ড মেন্ডির লাল কার্ডই হবে জিদানের দুশ্চিন্তার মূল কারণ। মার্সেলো পড়েছেন ইনজুরিতে, নাচো ফার্নান্দেজ ইনজুরি থেকে ফিরলেও এখনও মাঠে নামতে পারেননি।

ভ্যালেন্সিয়ার বিপক্ষে দল সাজাতে জিদানের দুশ্চিন্তা আছে আরও। ৪ হলুদ কার্ড দেখায় নিষেধাজ্ঞার খড়গ ঝুলছে কাসেমিরোর মাথায়। ভ্যালেন্সিয়ার বিপক্ষে হলুদ কার্ড দেখলে এল ক্লাসিকোতে খেলতে পারবেন না কাসেমিরো। মেস্তায়াতে তাই কাসেমিরোকে বসিয়েও রাখতে পারেন ‘জিজু’।

সম্ভাব্য মূল একাদশ

ভ্যালেন্সিয়া (৪-৩-৩): ডমেনেখ; ওয়াস, গারায়, গ্যাব্রিয়েল, গায়া; ককোলান, পারেহো, সোলের; ভায়েহো, রদ্রিগো, তোরেস

রিয়াল মাদ্রিদ (৪-৪-২): কর্তোয়া; ওদ্রিওজোলা, ভারান, রামোস, কারভাহাল; ক্রুস, ভালভার্দে, মদ্রিচ, ইস্কো; বেনজেমা, রদ্রিগো

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭