ইনসাইড গ্রাউন্ড

বিদেশিদের নিয়ে বিজয় দিবস উদযাপন চট্টগ্রামের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/12/2019


Thumbnail

মহান বিজয় দিবসে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নিজেদের মাটিতে। বঙ্গবন্ধু বিপিএলের দলটি বিশেষ এই দিনে সবাইকে চমকে দিল ভিন্নধর্মী আয়োজনে। আজ বিজয় দিবসকে উদযাপন করতে দেশি ক্রিকেটারদের সাথে বিদেশি কোচ-ক্রিকেটাররাও সেজেছে লাল-সবুজে।

জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে ফটক দিয়ে যখন ঢুকলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের খেলোয়াড়েরা তখন তাদের মাথায় বিজয় দিবসের ব্যান্ড। হাতে দেশের পতাকা। চট্টগ্রামের ইংলিশ কোচ পল নিক্সন তো মাথায় বিজয় দিবসের ব্যান্ড বেঁধে বড় একটা পতাকা নিয়ে ঢুকলেন মাঠে। সবার উদ্দেশ্যে বললেন, ‘‌‌‌‌‌‌‌‌‌‌হ্যাপি ভিক্টরি ডে!’

বাংলাদেশের বিজয় দিবসের মাহাত্ম্য অজানা নয় চট্টগ্রাম কোচ নিক্সনের। নিজেদের উদ্‌যাপনের ব্যাখ্যা দিলেন,‌ ‘এটা বিজয় দিবসের উদ্‌যাপন। বাংলাদেশে এবারই আমার প্রথম। এটা চ্যালেঞ্জার্সের ঘরের মাঠ। আরও জয় পাব, ইনশাআল্লাহ।’

অনুশীলনের এক পর্যায়ে দলের সবার হাতেই শোভা পাচ্ছিল বাংলাদেশের লাল-সবুজ পতাকা। ক্রিকেটার থেকে কোচ- সবার হাতে ছিল একটি করে ছোট পতাকা। মাথায় পরেন বিজয় দিবসের ব্যান্ডেনা। একটি বড় পতাকা হাতে দলীয় ছবিও তোলেন। মাহমুদউল্লাহ রিয়াদের মত কেউ কেউ পতাকাকে গায়ে জড়িয়ে নিলেন। হুট করে যেন বিজয়োৎসব শুরু হয় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

বিজয় দিবসের ব্যতিক্রমী উদ্‌যাপনটা কার পরিকল্পনা, এ নিয়ে রহস্য ভাঙেননি দলটির উইকেটরক্ষক নুরুল হাসান। বরং উদ্‌যাপনটাকেই বড় করে দেখছেন তিনি,‌ ‘এটা আসলে আমাদের সবার জন্য বড় একটা পাওনা। বিদেশিরাও কিন্তু পতাকা নিয়ে মাঠে ঢুকছে। এটা আমাদের জন্য একটা বড় অনুভূতির ব্যাপার।’

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭