ইনসাইড বাংলাদেশ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/06/2017


Thumbnail

আওয়ামী লীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার সকাল ৯টায় ধানমণ্ডিতে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
এ সময় প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে ও পরে দলীয় প্রধান হিসেবে দলের নেতাদের নিয়ে এ শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগের অঙ্গ, সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনগুলো বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে।

৬৮ বছর পেরিয়ে ৬৯-এ পা রাখলো বাংলাদেশ আওয়ামী লীগ। ১৯৪৯ সালের ২৩ জুন উপমহাদেশের অন্যতম ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করে। ২৩ ও ২৪ জুন পুরান ঢাকার স্বামীবাগের রোজ গার্ডেনে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শামসুল হকের নেতৃত্বে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা লাভ করে। পরবর্তীতে সংগঠনের নাম পাল্টে যায়। ১৯৫৫ সালে সব শ্রেণি, জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সবার দল হয়ে নাম পাল্টে হয় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। স্বাধীনতা পরবর্তীতে দলের নাম হয় বাংলাদেশ আওয়ামী লীগ।

বাংলা ইনসাইডার/টিআর




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭