ইনসাইড সাইন্স

ফেসবুক মেসেঞ্জারে নববর্ষের ‘শুভেচ্ছা’ মেসেজ থেকে সাবধান! 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 30/12/2019


Thumbnail

আর মাত্র দুটো দিন পেরোলেই ইংরেজি নতুন বছর। এরই মধ্যে সবাই নতুন বছরের আগাম শুভেচ্ছা জানাতেও শুরু করে দিয়েছেন। শুভেচ্ছা জানাবার এই আমজের মধ্যেই ছড়িয়ে পড়ছে একটি বিপজ্জনক `স্প্যাম`। একটি বিশেষ লিঙ্কের মাধ্যমে মেসেঞ্জারে পাঠানো হচ্ছে শুভেচ্ছো বার্তা। এর মাধ্যমেই মেসেঞ্জার আইডি নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে একটি দল। শুভেচ্ছা জানানোর এই বিশেষ লিঙ্কটিকে ‘স্প্যাম’ দাবি করে লিঙ্কটি ওপেন করা থেকে সাবধান হতে বলছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মেসেঞ্জারে নতুন বছরের শুভকামনা জানানোর জন্য অনেকে একটি সারপ্রাইজ মেসেজ লিঙ্ক ফরোয়ার্ড করছে। সন্দেহজনক লিঙ্কে ক্লিক না করে সবাইকে নিরাপদ ইন্টারনেট ব্যবহারের বিষয়ে সচেতন হতে বলছেন বিশেষজ্ঞরা। 

উপরের ছবিটির মতো লিঙ্ক আসলে সেটিতে ক্লিক করা থেকে বিরত থাকুন।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭