ইনসাইড বাংলাদেশ

ঈদ শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26/06/2017


Thumbnail

নয় বছরের শিশু শারমিন, বাবা মায়ের হাত ধরে এসেছে গণভবনে। উপলক্ষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদ শুভেচ্ছা জানানো। আজ ঈদের দিনে শারমিনের মতো অনেকেই এসেছে গণভবনে। আরও এসেছে বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যাকে কাছ থেকে দেখা ও তাঁর সঙ্গে শুভেচ্ছা বিনিময়-এমন সোভাগ্য কী আর প্রতিদিন হয়?

ঈদুল ফিতর উপলক্ষে আজ সোমবার সকালে গণভবনে দলের নেতা-কর্মী, বিচারপতি, বিদেশী কূটনীতিকসহ সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর মেয়ে ও বঙ্গবন্ধুর নাতনি সায়মা ওয়াজেদ পুতুল এবং শেখ ফজলুল করিম সেলিম।

সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত গণভবনে দলের নেতা-কর্মীসহ সর্বস্তরের জনগণ ও পেশাজীবীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ উৎসব এসেছে। এটি সবার জন্য গুরুত্বপূর্ণ। ঈদ সবার জন্য আনন্দ বয়ে আনুক।

এ সময় বাজেটের প্রসঙ্গ উঠলে প্রধানমন্ত্রী বলেন, বাজেট পাস হওয়ার পর মানুষের আর্থসামাজিক আরও উন্নতি হবে।পরে সকাল গণভবনেই বিচারপতি ও বিদেশী কূটনীতিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।

এর আগে ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। তিনি বলেন, হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরীব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে।

প্রধানমন্ত্রী বলেন, আগামী দিনগুলো সত্য ও সুন্দর হোক। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক- এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা।


বাংলা ইনসাইডার/জেডএ




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭