ইনসাইড আর্টিকেল

গুরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/02/2017


Thumbnail

গুরা

এক ছাত্র আঞ্চলিক ভাষায় কথা বলে। তাকে তার শিক্ষক জিজ্ঞাসা করছেন-
শিক্ষক- বল তো বাবা, Horse মানে কী?
ছাত্র- গুরা।
শিক্ষক- গুরা!! আচ্ছা, Turn মানে কী?
ছাত্র-গুরা।
শিক্ষক কিছুটা রেগে বললোঃ তাহলে Powder মানে কী?
ছাত্র-গুরা।
শিক্ষক পুরো রেগে গিয়ে বললো-সব কিছুই কি `গুরা` নাকি?
ছাত্রঃ না স্যার, একটা লাফাইন্না গুরা, একটা মুরাইন্না গুরা, আর শেষেরটা গুরা গুরা।

রেইনকোর্ট

প্রথম বন্ধু- কী রে, তুই আমার রেইনকোর্ট পরেছিস কেন? তোকে না বলেছি, তুই আমার কিছু ধরবি না।
দ্বিতীয় বন্ধু-আরে বেটা, বাইরে বৃষ্টি হচ্ছে। পরেছি তো তোর ভালোর জন্যই।
প্রথম বন্ধু-কিসের ভালো?
দ্বিতীয় বন্ধু-তোর শার্ট যাতে না ভিজে সেজন্য তো রেইনকোর্ট পরেছি।

বাংলা ইনসাইডার/আরকে




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭