ইনসাইড আর্টিকেল

‘আমার সোনার বাংলা’ যেদিন থেকে আমাদের হলো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/01/2020


Thumbnail

‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি...’- আমাদের জাতীয় সংগীত। আমাদের এক অস্তিত্বের নাম। আমরা অনেকেই জানি না রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ২৫ লাইনের গান থেকে কিভাবে কবে আমাদের জাতীয় সঙ্গীত করা হলো:

বঙ্গবন্ধু তার ১১ সদস্যবিশিষ্ট নতুন মন্ত্রিসভার সব সদস্যকে নিয়ে ১৩ জানুয়ারি (১৯৭২) তারিখে আনুষ্ঠানিক বৈঠক করেন। এই বৈঠকে মন্ত্রিসভার প্রত্যেক সদস্য উপস্থিত হন। বৈঠকের আলোচ্যসূচির মধ্যে কোনো কোনোটি যেমন রোববারকে সরকারি বন্ধের দিন হিসেবে ঘোষণা সম্পর্কিত আলোচনা পরের দিন অর্থাৎ জানুয়ারি ১৪ তারিখের বৈঠকে করা হবে বলে স্থির হয়। অত:পর আলোচ্যসূচির অন্যান্য বিষয়ের মধ্যে জাতীয় সঙ্গীত, মার্চিং সঙ্গীত সম্বন্ধে সিদ্ধান্ত গৃহীত হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ থেকে শুরু করে প্রথম চার লাইন অর্থাৎ ‘আমি নয়ন জলে ভাসি’ পর্যন্ত জাতীয় সঙ্গীতের বাণী হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সশস্ত্রবাহিনীর মার্চিং সঙ্গীত হিসেবে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল’ গানের বাণী অনুমোদিত হয়। বৈঠকে কৃষকের জমির খাজনা বাংলা ১৩৭৮ সালের চৈত্র পর্যন্ত মওকুফের সিদ্ধান্ত গৃহীত হয়। 

সূত্র: এইচ. টি. ইমামের ‘বাংলাদেশ সরকার ১৯৭১-৭৫’ বই থেকে তথ্য নেওয়া হয়েছে।

পৃষ্টা নং: ৭৬



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭