ইনসাইড গ্রাউন্ড

ঢাকাকে বিদায় করে টিকে রইল চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/01/2020


Thumbnail

এলিমিনেটরে সহজ জয় পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ঢাকাকে বিদায় করে এলিমিনেটর বাধা পেরিয়ে গেছে তারা, এদিনের পরের ম্যাচে খুলনা-রাজশাহীর মধ্য থেকে পরাজিত দলের মুখোমুখি হবে তারা দ্বিতীয় কোয়ালিফায়ারে। আর সেখান থেকে বিজয়ী দল খেলবে ফাইনালে।

১৪৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪৯ বলে ৩৮ রানের ইনিংস খেলেন চট্টগ্রামের ক্যারিবিয়ান ওপেনার ক্রিস গেইল। গেইল কিছুটা রক্ষণাত্মক খেললেও তাণ্ডব চালান ইমরুল কায়েস এবং মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া ২২ বলে ৩২ রান করেন ইমরুল। অধিনায়ক মাহমুদউল্লাহ ইনিংসের শেষ পর্যন্ত ১৪ বলে ৩৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

এর আগে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে এলিমিনিটের ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে সাদাব খানের হাফ সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৪ রান সংগ্রহ করে ঢাকা প্লাটুন। মাত্র ৪১ বলে অপরাজিত ৬৪ রানের ইনিংস খেলেন এই পাকিস্তানি। যেখানে ৩টি ছক্কা এবং ৫টি চার মারেন তিনি। চট্টগ্রামের দারুণ বোলিংয়ের সামনে দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করেন মুমিনুল হক। এছাড়া ২৫ রান আসে থিসারা পেরেরার ব্যাট থেকে।

সংক্ষিপ্ত স্কোরঃ 

ঢাকা প্লাটুনঃ ১৪৪/৮ (২০ ওভার) (সাদাব ৬৪*, মুমিনুল ৩১; এমরিট ৩/২৩, নাসুম ২/১১)

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সঃ ১৪১/৩ (১৭.৪ ওভার) (মাহমুদউল্লাহ ৩৪*, গেইল ৩৮; মেহেদি ১/২০, সাদাব ২/৩২)

ফলাফল- চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৭ উইকেটে জয়ী।

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭