ইনসাইড আর্টিকেল

বঙ্গবন্ধুর উক্তি: নির্যাতিত মানুষের মুক্তি- সংগ্রামে সমর্থন দান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/01/2020


Thumbnail

আগামী ১৭ মার্চ জাতির পিতার জন্মশতবার্ষিকী। এ উপলক্ষে সরকার ২০২০ এর ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত মুজিববর্ষ ঘোষণা করেছে। ১০ জানুয়ারি থেকে মুজিববর্ষের ক্ষণগণনা শুরু হয়েছে। ১০ জানুয়ারি হলো জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এই মহামানবের দেওয়া প্রতিটা ভাষণ, বক্তব্য, বিবৃতি জাতির জন্য অমূল্য রতন। জাতি আজও তার সেই সব কথায় দিক খুঁজে পায়। সেখান থেকে সংগ্রহ করে নির্বাচিত উক্তি নিয়ে মুজিববর্ষে বাংলা ইনসাইডারের এই বিনম্র নিবেদন:

নির্যাতিত মানুষের মুক্তি- সংগ্রামে সমর্থন দান প্রসঙ্গে তিনি বলেছেন;

আফ্রিকা হোক, ল্যাটিন আমেরিকা হোক, আরব দেশ হোক যেখানে মানুষ শোষিত, যেখানে মানুষ অত্যাচারিত, যেখানে মানুষ দু:খী, যেখানে মানুষ সাম্রাজ্যবাদীর দ্বারা নির্যাতিত, আমরা বাংলার মানুষ সেই দু:খী মানুষের সাথে আছি এবং থাকবো।

(১৮ জানুয়ারি, ১৯৭৪; আওয়ামী লীগের দ্বি- বার্ষিক কাউন্সিল অধিবেশন, ঢাকা)

 

চলমান……

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭