ওয়ার্ল্ড ইনসাইড

বৈজ্ঞানিক গবেষণায় ‘নাম্বার ওয়ান’ ইরান!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/01/2020


Thumbnail

বৈজ্ঞানিক গবেষণায় মুসলিম দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে আছে ইরান। মুসলিম দেশগুলোর মধ্যে ইসলামি প্রজাতন্ত্র ইরান একাই শতকরা ২২ ভাগ বৈজ্ঞানিক গবেষণাপত্র প্রকাশ করছে। তেহরানে আয়োজিত ২৫তম চিকিৎসাবিজ্ঞান গবেষণা ফেস্টিভ্যালে দেয়া বক্তৃতায় এ কথা জানান ইরানের স্বাস্থ্য ও চিকিৎসা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা রেজা মালেকযাদেহ।

রেজা মালেকযাদেহ বলেন, মার্কিন নিষেধাজ্ঞা এবং অর্থনৈতিক সংকট সত্ত্বেও ইরানের বিজ্ঞানীরা রেকর্ডসংখ্যক গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন। এটি বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি।

রেজা মালেকযাদেহের দেওয়া তথ্য অনুযায়ী, ইরান বর্তমানে পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকার দেশগুলোর মধ্যে বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে শতকরা ৩০ ভাগ প্রবন্ধ প্রকাশ করছে। বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে ষোড়শ অবস্থানে রয়েছে ইরান। ডাক্তারি চিকিৎসার ক্ষেত্রেও একই অবস্থান অর্জন করতে সক্ষম হয়েছে।

বাংলা ইনসাইডার/এএইচসি

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭