ইনসাইড বাংলাদেশ

সিটি নির্বাচন পেছাতে আপিল হবে, জানালেন রিটকারী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/01/2020


Thumbnail

ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন পেছানোর রিট খারিজের আদেশের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী অশোক কুমার ঘোষ। আজ মঙ্গলবার রিট খারিজের প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন।

আইনজীবী অশোক কুমার ঘোষ বলেন, ‘হাইকোর্টের এই আদেশে আমরা সংক্ষুব্ধ, মর্মাহত ও ব্যথিত। আমরা এই আদেশের বিরুদ্ধে আপিল করবো। আগামীকাল আপিল বিভাগে যাবো। আশা করি আপিল বিভাগে ন্যায় বিচার পাবো।’

এর আগে শুনানি শেষে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজের আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রানা দাশগুপ্ত ও অ্যাডভোকেট অশোক কুমার ঘোষ। রিটের শুনানিতে আদালতে আরও উপস্থিত ছিলেন সুব্রত চৌধুরী।

অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর উস সাদিক। আর নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম।

বাংলা ইনসাইডার/এসএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭