ইনসাইড বাংলাদেশ

নির্বাচনমুখী- ঈদের পর রাজনীতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/06/2017


Thumbnail


ঈদ শেষ। কর্মব্যস্ততা শুরু হতে কিছুটা সময় লাগবে, কিন্তু রাজনৈতিক উত্তেজনা ছড়াতে সময় লাগবে না। ২৯ জুন জাতীয় সংসদে বাজেট পাশ হবার কথা। বাজেট নিয়ে রাজনৈতিক অঙ্গনে কিছু কথা যুদ্ধ হবে। তবে, হরতাল, অবরোধ, জ্বালাও পোড়াও এর মতো রাজনীতির তেমন কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশের রাজনীতিতে গত ৪ বছরে এটি হলো সবচেয়ে ইতিবাচক ‘সাইন’। রাজনৈতিক দলগুলো সহিংস রাজনৈতিক কর্মসূচির ধারা থেকে বেরিয়ে এসেছে। ঈদের পর বাজেট নিয়ে লোক দেখানো কিছু কর্মসূচি ছাড়া আর তেমন কিছুই করবে না বিরোধী দল। বরং, ঈদের পর রাজনীতি আবর্তিত হবে নির্বচনকে কেন্দ্র করেই। এই নির্বাচন কেন্দ্রিক রাজনীতির কেন্দ্রে থাকবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের একাধিক সূত্রে প্রাপ্ত খবরে জানা গেছে, জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কমিশন নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে চায়। এ লক্ষ্যে প্রাথমিক কাজও শুরু হয়েছে। সংলাপের প্রেক্ষাপট তৈরির লক্ষ্যে কমিশন ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে অনানুষ্ঠানিক বৈঠক করেছে। এই সংলাপের মাধ্যমে নির্বাচন কমিশন যেমন সবগুলো রাজনৈতিক দলের আস্থা অর্জন করতে চায়, তেমনি ভোটার তালিকা, সীমানা নির্ধারণসহ সকল বিরোধ নিষ্পত্তি করতে চায়।

নির্বাচন কমিশনের এই সংলাপ কার্যত, দেশকে নির্বাচনমুখী করবে বলে রাজনৈতিক পর্যবেক্ষক মহল আশা করছে।

আওয়ামী লীগ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শেষ হওয়ার পরপরই দেশব্যাপী জনসংযোগ কর্মসূচি গ্রহণ করবে। দলীয় সভাপতি শেখ হাসিনা দেশের একাধিক এলাকায় সফর করবেন। আওয়ামী লীগ একাদশ সংসদ নির্বাচনের জন্য নির্বাচনী ইশতেহার প্রণয়নের কাজ চূড়ান্ত করছে। দলীয় প্রার্থী বাছাইয়ের কাজও এগিয়ে চলেছে। ঈদের পর আওয়ামী লীগ অভ্যন্তরীণ কোন্দল মেটানোর কাজটি দ্রুত সেরে ফেলতে চায়। দলের নীতি নির্ধারকরা মনে করছেন, এটাই হলো আওয়ামী লীগের সবচেয়ে বড় সমস্যা।

অন্যদিকে, বিএনপির রাজনীতিও ক্রমশ, নির্বাচনমুখী হয়ে পরেছে। ঈদের পরপরই নির্বাচনী কৌশল ও রোডম্যাপ চূড়ান্ত করতে বিএনপি চেয়ারপারসন লন্ডনে যাচ্ছেন। লন্ডন থেকে ফিরেই ‘সহায়ক সরকারে’র রূপরেখা ঘোষণা করবেন বেগম জিয়া। বিএনপির একাধিক সূত্র নিশ্চিত করেছে বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার ‘ভিশন ২০৩০’ প্রায় চূড়ান্ত করে ফেলেছে। সহায়ক সরকারের রূপরেখা ঘোষণার পরপরই ‘ভিশন ২০৩০’ ঘোষণা করা হবে বলে জানা গেছে। বিএনপি চায়, সহায়ক সরকারের রূপরেখা নিয়ে সরকারের সঙ্গে সংলাপ। কিন্তু এরকম সংলাপের কোনো সম্ভাবনা নেই বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাফ জানিয়ে দিয়েছেন। সরাসরি সংলাপ না হলেও, কূটনিতীকদের মাধ্যমে প্রধান দুই রাজনৈতিক দলকে একটি সমাঝোতায় আনার চেষ্টা করা হবে এটা নিশ্চিত। বিএনপি নেতাদের বিশেষ করে বিএনপি চেয়ারপারসনের মামলা নির্বাচনের পথে সবচেয়ে বড় অন্তরায় বলে বিএনপি নেতারা মনে করছেন।

জাতীয় পার্টি নির্বাচনের প্রস্তুতি ঈদের আগেই শুরু করে দিয়েছে। ইতিমধ্যে ইসলামী দলগুলোকে নিয়ে একটি জোটেরও ঘোষণা দিয়েছে।

বাম দল, ইসলামী দলসহ সব রাজনৈতিক দলগুলোই নির্বাচন ঘিরে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালাবে।


বাংলা ইনসাইডার




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭