ইনসাইড বাংলাদেশ

ঈদের পর আওয়ামী লীগের রাজনীতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/06/2017


Thumbnail


ঈদের পর আওয়ামীগের রাজনীতিতে তিনটি বিষয় প্রাধান্য পেতে যাচ্ছে, ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের প্রচারণা , তৃণমূল পর্যায়ে অন্তকলহ দূর এবং ইমেজ পুনরুদ্ধার। বিষয়গুলো নিয়েই সরাসরি কাজ করবে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়।

আওয়ামী লীগের শীর্ষ পর্যায় সূত্রে জানা গেছে, দেশব্যাপী সরকারের ব্যাপক উন্নয়নের বিষয়ে প্রমাণ্যচিত্র (ডকুমেন্টারি) তৈরি হচ্ছে। এতে থাকবে গত আট বছরে আওয়ামী লীগ সরকারের দেশব্যাপী নেওয়া ব্যাপক উন্নয়ন প্রকল্প, যার কয়েকটি এরই মধ্যে বাস্তবায়িত এবং এর সুফল পাচ্ছে দেশের জনগণ। আর বাস্তবায়নের পথে থাকা অন্যান্য প্রকল্পগুলো সম্পন্ন হলে দেশের অর্থনৈতিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কী প্রভাব পড়বে, সে কথাও থাকবে প্রামাণ্যচিত্রে।

জানা গেছে,  প্রামাণ্যচিত্রগুলো গণমাধ্যমসহ দেশের বিভিন্ন স্থানে প্রচার করা হবে। এছাড়া আন্তর্জাতিভাবেও এর প্রচারণা চালানো হবে।

দেশের প্রায় প্রতিটি স্থানেই আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে আন্তকলহ দেখা যায়। অনেকের মতে, দেশের এখন আওয়ামী লীগের প্রতিপক্ষ আওয়ামী লীগই। তৃণমূল পর্যায়ে পুরোনো, নতুন, হাইব্রিড, ত্যাগী বিভিন্ন ধরনের আওয়ামী লীগের রাজনীতিবিদে ভরে গেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওয়াবয়দুল কাদের দেশের বিভিন্ন এলাকা পরিদর্শন করে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের কোন্দল সমাধানে কাজ করছেন। তাঁর প্রতিবেদন ওপরের ভিত্তি করে বাস্তবতার নিরীখে আওয়ামী লীগের অন্তকলহ দূর করতে পদক্ষেপ নেওয়া হবে। দেশব্যাপী তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে বৈঠঠক হবে। অন্তকলহ দূর করতে আরও উদ্যোগী হবেন কন্দ্রের নেতারা। তাঁদের উদ্যোগ ও প্রচেষ্টার মাধ্যমে কোন্দল সহনীয় পর্যায়ে আনা হবে।

ইয়াবা ব্যাবসায়ী বলে পরিচিত কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদি, হত্যা মামলার আসামি টাঙ্গাইল-৩ আসনের সাংসদ আমানুর রহমান খান রানা, সাম্প্রদায়িকতায় অভিযুক্ত লালমনিরহাট-১ ও ২ আসনের সাংসদ  মোতাহের হোসেন ও নুরুজ্জামান আহমেদসহ আওয়ামী লীগের নেতাকর্মীর বিভিন্ন কর্মকাণ্ডের কারণে ইমেজ সংকটে পড়েছে দল। এই সংকট দূর করতে দশ্যমান পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করেছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে নিশ্চিত করা হয়েছে, ব্যাপক উন্নয়নের কথা জানানো, তৃণমূল পর্যায়ে অন্তকলহ দূর এবং ইমেজ পুরনরুদ্ধারসহ বিভিন্ন রাজনৈতিক পদক্ষেপের মাধ্যম পরবর্তী নির্বাচনের জন্য এখন থেকেই দলকে প্রস্তুত করা হচ্ছে। আশা করা হয় এর মাধ্যমে নির্বাচনের মাঠে অন্য যে কারো যে চেয়ে এগিয়ে থাকবে আওয়ামী লীগ।

বাংলা ইনসাইডার/ জেডএ  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭