ওয়ার্ল্ড ইনসাইড

সভাপতির পদ হারাচ্ছেন অমিত শাহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/01/2020


Thumbnail

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি পদে পরিবর্তন আসছে। অমিত শাহর স্থানে দলটির নতুন সভাপতি আসছেন। আগামী সপ্তাহে অমিত শাহর উত্তরাধিকারী হিসেবে বিজেপির সর্বোচ্চ পদে বসতে চলেছেন কার্যনির্বাহী সভাপতি জেপি নাড্ডা।

রাজনৈতিক মহল মনে করছে, বিজেপিতে নতুন সভাপতি নির্বাচন হবে নির্দিষ্ট দিনক্ষণ মেনেই। অপরদিকে নাড্ডা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন বলে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিক ঘোষণা করা হতে পারে জেপি নাড্ডার নাম।

গত নির্বাচনে নাড্ডা রাজনৈতিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য উত্তরপ্রদেশে বিজেপির নির্বাচনী প্রচারের দায়িত্বে ছিলেন। তার ছকেই উত্তরপ্রদেশের ৮০টি লোকসভা আসনের মধ্যে ৬২টিতে জয়লাভ করে বিজেপি। এছাড়াও মোদি সরকারের প্রথম মন্ত্রিপরিষদের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছিলেন নাড্ডা এবং বিজেপির সিদ্ধান্ত গ্রহণকারী শীর্ষ সংসদীয় বোর্ডের সদস্যও ছিলেন।

অন্যদিকে বিজেপি ২০১৯ সালের লোকসভা নির্বাচনে জয়লাভের পর মোদি সরকারের মন্ত্রিসভায় সুযোগ পান অমিত শাহ। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হন।

তারপর ২০১৯-এর জুলাইয়ে নাড্ডাকে দলের কার্যকরী সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি অমিত শাহ সভাপতির দায়িত্বও সামলাচ্ছিলেন। এবার বিজেপির শীর্ষপদে বসতে চলেছেন নাড্ডা। 

বাংলা ইনসাইডার/এসএস



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭